এশিয়া কাপ ২০২৫ এর ভারত-পাকিস্তান ম্যাচের দিন সকাল পর্যন্ত দুবাইয়ে শত শত টিকিট অবিক্রীত রয়ে গেছে—যা দুই দক্ষিণ এশীয় প্রতিদ্বন্দ্বীর ক্রিকেট ম্যাচের ক্ষেত্রে বিরল ঘটনা।
রোববার সন্ধ্যা স্থানীয় সময় ৬টা ৩০ মিনিটে (বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টা) শুরু হওয়ার ম্যাচের আট ঘণ্টা আগে টুর্নামেন্টের অফিসিয়াল ওয়েবসাইটে টিকিট পাওয়া যাচ্ছিল। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের তিনটি গ্যালারি এবং একটি হসপিটালিটি সেকশনের টিকিট তখনও বিক্রি হয়নি।
প্রিমিয়াম স্ট্যান্ডের টিকিটের দাম ছিল ২০৫ ডলার, আর ইস্ট ও ওয়েস্ট প্যাভিলিয়ন স্ট্যান্ডে টিকিট পাওয়া যাচ্ছিল ২৪৫ ডলারে। এসব স্ট্যান্ডে ডজন ডজন আসন খালি ছিল। এমনকি হসপিটালিটি সেকশনেরও আসন ফাঁকা ছিল, প্রতিটি টিকিটের দাম ছিল ১ হাজার ৬৪৫ ডলার।
আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও এমিরেটস ক্রিকেট বোর্ড (ইসিবি) এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য করেনি। তবে স্থানীয় সমর্থকেরা এর জন্য দায়ী করছেন উপসাগরীয় অঞ্চলের প্রচণ্ড গরম আবহাওয়াকে।
দুবাইবাসী শাহিদ খান আল জাজিরাকে বলেন, ‘সেপ্টেম্বর এখানে সবচেয়ে গরম মাসগুলোর একটি। সন্ধ্যাতেও বাইরে থাকা খুব কষ্টকর। খেলোয়াড়রা হয়তো অর্থের বিনিময়ে খেলছে, কিন্তু সমর্থকদের তো প্রচুর টাকা খরচ করে টিকিট কিনতে হচ্ছে। তারা কেন গরমে এসে কষ্ট করবে?’
ম্যাচ শুরুর সময় আবহাওয়া অফিস জানিয়েছে, তাপমাত্রা থাকবে প্রায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস, আর আর্দ্রতা ছুঁতে পারে ৫০ শতাংশ।
ক্রিকেট বিশেষজ্ঞদের মতে, ভারতের সঙ্গে পাকিস্তানের টানাপোড়েনপূর্ণ রাজনৈতিক সম্পর্কও এর অন্যতম কারণ।
গত মে মাসে দুই দেশের মধ্যে চারদিনব্যাপী সীমান্ত সংঘর্ষ হয়। ভারতীয় ক্রিকেট লেখক কুলদীপ লাল আল জাজিরাকে বলেন, ‘অনেক সমর্থক ম্যাচ বয়কট করেছেন, প্রতিবেশী দেশের বিরুদ্ধে সরকারের সিদ্ধান্তের বিরোধিতা জানাতে। ’
যদিও সংযুক্ত আরব আমিরাতে ক্রিকেট ম্যাচে খালি আসন দেখা অস্বাভাবিক নয়, তবে বিশ্বজুড়ে ভারত-পাকিস্তান ম্যাচের টিকিট সাধারণত কয়েক ঘণ্টার মধ্যেই শেষ হয়ে যায়। বিশ্বকাপ বা এশিয়া কাপের মতো টুর্নামেন্টে পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম ও কালোবাজারেও ভক্তরা অতিরিক্ত দামে টিকিট কিনে নেন।
এমএইচএম