দুই শিবিরের দুই ছবি,Ei Samay

৫ বছরেও উন্নতি নেই, নিজের দলের প্লেয়ারদের উপর ক্ষুব্ধ পাক সমর্থকরা

২০২১ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর পাকিস্তান ক্রিকেট দল আর ভারতকে হারাতে পারেনি। ODI, টি-টোয়েন্টিতে ছবিটা বদলায়নি। এ বারও সেটাই হলো। অধিনায়ক, কোচ, নির্বাচক, ম্যানেজমেন্টে ধারাবাহিকভাবে বদল হলেও ম্যাচের স্কোরলাইন একই থেকে গিয়েছে। এ বার এশিয়া কাপের ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারের পর পাকিস্তান প্লেয়ারদের উপর ক্ষোভপ্রকাশ করলেন সমর্থকরা।

পাকিস্তানের সমর্থকরা তাদের দেশের প্লেয়ারের নিন্দা করেছেন। বিশেষ করে বছরের পর যে কুলদীপ যাদবের কাছে পাকিস্তান আটকে যাচ্ছে সেটা উঠে এসেছে সমর্থকদের কথায়। ইন্সটাগ্রামে এক পাক সমর্থক বলেন, ‘আমাদের মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছে। এই প্লেয়ারগুলো উন্নতি করবে না। গত পাঁচ বছর ধরে, কুলদীপ যাদব আমাদের হারাচ্ছে। আমাদের ব্যাটররা এটা নিয়ে কাজ করছে না। এটি অর্থহীন এবং ওরা শুধু ছোটো দলগুলিকে হারাচ্ছে। ওরা ভেবেছিল তারা ভারতকে হারাবে কিন্তু তা সম্ভব হয়নি।’

Pakistan fans angry

খেলা দেখে বেরিয়ে স্টেডিয়ামে বাইরে দাঁড়িয়ে আরও এক ভক্ত নিজের দলের সমালোচনা করে বলেন, ‘দুবাইতে খেলা হলে আমি পাকিস্তানের একটি ম্যাচও মিস করি না। আমি কি নিজেদের নিয়ে মজা করার জন্য এসেছি? আমি দলকে সমর্থন করতে এসেছি। কী করছেন মাইক হেসন? বোলারকে ব্যাটার বানাচ্ছে আর ব্যাটারকে বোলার বানাচ্ছে। স্যাম আইয়ুবকে দিয়ে বল করাচ্ছে আর শাহিন আফ্রিদি রান করছে। শাহিন বোলিং করতে পারছে না।’

Pakistan fans angry

ব্যর্থ পাকিস্তান অধিনায়কও

টি-টোয়েন্টিতে অতীতে বাবর আজ়ম ও মহম্মদ রিজ়ওয়ান যেই লড়াইটা দিতেন পাকিস্তানের বর্তমান অধিনায়ক সলমন আলি আঘা সেই লড়াইটাও দিতে পারছেন না। এটা অধিনায়ক হিসেবে তাঁর প্রথম এশিয়া কাপ। তাঁর অভিজ্ঞতা কম। সেটা বারবার দেখা গিয়েছে। অধিনায়কত্বের চাপের জন্য তিনি নিজের খেলাটাও খেলতে পারছেন না। ওমানের বিপক্ষে শূন্য ও ভারতের বিপক্ষে তিন রান করেন।