ক্রিকেটকে বলা হয়ে থাকে ভদ্র লোকের খেলা। কিন্তু এই ভদ্রলোকের খেলায় অভদ্রের মতো আচরণ করেছে ভারতীয় ক্রিকেট দল।
গতকাল রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের হাইভোল্টেজ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হয় ভারত। খেলার শুরুতে টস হওয়ার পর রীতি অনুসারে দুই দলের অধিনায়ক হ্যান্ডশেক করেন। কিন্তু ভারতীয় অধিনায়ক সূর্যকুমার যাদব হ্যান্ডশেক করেননি।
শুধু তাই নয়, খেলা শেষ হওয়ার পর রীতি অনুসারে দুই দলের খেলোয়াড় এবং অফিসিয়ালরা মাঠে নেমে একের অন্যের সাথে হ্যান্ডশেক করে সৌজন্য সাক্ষাৎ করলেও তা করেনি ভারত।
ভারত ম্যাচ জয় নিশ্চিত হওয়ার পর সোজা ঢুকে যায় ড্রেসিংরুমে। পাকিস্তানের খেলোয়াড়েরা তখন হাত মেলানোর অপেক্ষায় মাঠেই দাঁড়িয়ে ছিল।
পাকিস্তানি সংবাদমাধ্যমের দাবি, ভারতের ড্রেসিংরুমের বাইরে দাঁড়িয়ে থাকা পাকিস্তানিদের সঙ্গে দেখা করতেও বের হননি কেউ।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়তেই পাকিস্তানের খেলোয়াড়, কোচ, সাবেক ক্রিকেটাররা সমালোচনা করেছেন।
পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন বলেছেন, ‘এটা খুব হতাশাজনক।’
পাকিস্তানের সাবেক তারকা পেসার শোয়েব আখতারের অভিযোগ, ক্রিকেটে রাজনীতি টেনে এনেছে ভারতীয় ক্রিকেট দল।
পাকিস্তানের সাবেক তারকা রশিদ লতিফ বলেছেন, ‘হ্যাঁ, তোমরা ভারত ক্রিকেট দল। হ্যাঁ, তোমরা বিশ্বের সেরা দল…কিন্তু খেলা শেষে হাত মেলাওনি। এতেই তোমাদের আসল রূপ প্রকাশ পায়! পাকিস্তানের খেলোয়াড়েরা অপেক্ষা করছিল, কিন্তু ভারতের খেলোয়াড়েরা সোজা ড্রেসিংরুমে চলে গেল! আইসিসি কোথায়!’
সামাজিক যোগাযোগমাধ্যমে পাকিস্তানি সমর্থকেরা ভারতের এই আচরণকে ‘অখেলোয়াড়সুলভ’ বলে তীব্র সমালোচনা করছেন।
আন্তর্জাতিক ম্যাচ হওয়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এ বিষয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ করেছে। দেখা যাক, আয়োজক এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এ বিষয়ে কী সিদ্ধান্ত নেয়।
তবে হাত মেলানোকে নিছক সৌজন্যের প্রতীক হিসেবেই ধরা হয়। কিন্তু ইচ্ছা করে হাত না মেলানোর কোনো শাস্তির কথা আচরণবিধিতে নেই। আইসিসির আচরণবিধির ভূমিকার অংশে বলা আছে—খেলোয়াড়েরা যেন খেলা, সতীর্থ, প্রতিপক্ষ, আম্পায়ার ও ম্যাচ কর্মকর্তাদের প্রতি সম্মান দেখান।
তাই আইনগতভাবে ভারতীয় দলকে শাস্তি দেওয়ার কোনো সুযোগ আইসিসির নেই। বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি বড়জোর এ আচরণের জন্য ভারতীয় ক্রিকেট দলকে ‘মৃদু তিরস্কার’ করতে পারে।