এই জার্সিতে আর দেখা যাবে না সূর্যদের,সৌজন্যে ANI

বাতিল জার্সি, Dream11 সরতেই টিম ইন্ডিয়ার স্পনসর হওয়ার আবেদন দুই সংস্থার

সদ্য আর্থিক দিক থেকে বড় ধাক্কা খেয়েছে BCCI। কেন্দ্রের নতুন আইনের ফলে টিম ইন্ডিয়ার স্পনসর থেকে সরে গিয়েছে Dream11। ফলে এশিয়া কাপে বিনা স্পনসরেই খেলতে হবে ভারতীয় দলকে। তবে এই ধাক্কা খাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই এল ভালো খবর। টিম ইন্ডিয়ার স্পনসর হতে আগ্রহ প্রকাশ করল দুটি সংস্থা। এনডিটিভির একটি রিপোর্টে দাবি করা হয়েছে, দুই সংস্থা ইতিমধ্যেই টিম ইন্ডিয়ার লিড স্পনসর হতে চেয়ে বোর্ডের কাছে আবেদন করেছে।

সমস্যার সূত্রপাত কোথায়?

সম্প্রতি লোকসভা ও রাজ্যসভায় পাশ হয় অনলাইন গেমিং বিল ২০২৫। এর পর সেটায় সই করে আইনে রূপ দেন রাষ্ট্রপতি। এর পরই ড্রিম ইলেভেন সহ একাধিক রিয়েল মানি গেমের প্ল্যাটফর্মের উপর কোপ পড়ে। বিলে বলা ছিল, কোনও অ্যাপ যেখানে টাকা দিয়ে খেলতে হয় সেটা বৈধ নয়। এর পরই ড্রিম ইলেভেন সরে দাঁড়ায় টিম ইন্ডিয়ার লিড স্পনসর থেকে।

Team India Jersey Dream 11

ড্রিম ইলেভেনের এক কর্তা BCCI-এর অফিসে গিয়ে কথা বলে জানান, তাঁদের পক্ষে আর টিম ইন্ডিয়াকে স্পনসর করা সম্ভব নয়। কারণ তাঁদের আয়ে বড় ধাক্কা খেয়েছে এই আইনের ফলে। যদিও তাদের জরিমানা করছে না BCCI, কারণ তাদের মূল ব্যবসা বন্ধ করতে হচ্ছে আইনের জন্য, কোম্পানির সমস্যার জন্য নয়।

এর পর এনডিটিভি একটি রিপোর্ট প্রকাশ করে, যেখানে বলা হয় আন্তর্জাতিক গাড়ি নির্মাতা সংস্থা টয়োটা মোটর কর্পোরেশন এবং এক ফিনটেক স্টার্টআপ ড্রিম ইলেভেনের জায়গা নিয়ে আগ্রহ প্রকাশ করেছে। যদিও BCCI এখনও নতুন লিড স্পনসর চেয়ে কোনও বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। বোর্ড আশা করছে, নতুন চুক্তি থেকে আরও বেশি টাকা তারা আয় করবে। যার অর্থ, ড্রিম ইলেভেনের সঙ্গে হওয়া ৩৫৮ কোটি টাকার চুক্তির বেশি চুক্তি আশা করছে বোর্ড।

Team India Jersey Dream 11

ক্ষতির মুখে BCCI

স্পনসর যাওয়ায় বোর্ডের ক্ষতি হয়েছে। এর পাশাপাশি এশিয়া কাপের জার্সি নিয়েও ক্ষতি হয়েছে তাদের। এশিয়া কাপের জন্য BCCI ড্রিম ইলেভেনের লোগো দিয়ে জার্সি তৈরি করে ফেলেছিল। কিন্তু ড্রিম ইলেভেন সরে যাওয়ায় সেই জার্সি বাতিল করে নতুন জার্সি ছাপাতে হবে বোর্ডকে। সেক্ষেত্রে স্পনসরের লোগো ছাড়াই নামতে হবে গিলদের।