বিধ্বংসী ফর্মে সঞ্জু স্যামসন,Ei Samay

১ বলে ২ ছক্কা, এশিয়া কাপের আগে বিধ্বংসী ফর্মে সঞ্জু স্যামসন, জবাব সমালোচকদের

এশিয়া কাপে প্রধান উইকেটকিপার-ব্যাটার হিসেবে সঞ্জু স্যামসনকে দলে রেখেছেন নির্বাচকরা। টি-টোয়েন্টি ফরম্যাটে জাতীয় দলের হয়ে অভিষেক শর্মার সঙ্গে ওপেনে নামতেন সঞ্জু। তবে শুবমান দলে আসায় সেই পজিশন খোয়াতে হতে পারে কেরালার এই ক্রিকেটারকে। শেষ কয়েকটি ম্যাচে দেশের জার্সিতে একেবারেই ভালো ফর্মে ছিলেন না তিনি। তাই সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে।

তবে জবাব দেওয়ার জন্য কেরালা ক্রিকেট লিগকে বেছে নিয়েছেন সঞ্জু। রবিবার শিরোনামে আসেন দুরন্ত সেঞ্চুরি করে। মঙ্গলবারও বজায় রাখলেন সেই ধারা। ঝোড়ো ইনিংস খেলে বার্তা দিলেন সবাইকে।

কেরালা ক্রিকেট লিগের ম্যাচে ব্লু টাইগার্সের হয়ে খেলছেন সঞ্জু স্যামসন। মঙ্গলবার ত্রিশুর টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামে তাঁরা। প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই ঝড় তোলেন সঞ্জু।

One ball. Two sixes. Thirteen runs. Only Sanju Samson things. 💥 #KCLSeason2 #KCL2025 pic.twitter.com/AMAGRIqWyk

পঞ্চম ওভারে সিজোমোনের চতুর্থ বলে ডিপ এক্সট্রা কভারে ছক্কা মারেন। সেই বলটি ছিল নো-বল। পঞ্চম বল অর্থাৎ ফ্রি হিটে ফের ছক্কা মারেন সঞ্জু। এ বার উড়িয়ে দেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে। অর্থাৎ ১ বলে ১৩ রান করেন তিনি, যা খুব কম দেখা যায় ক্রিকেটে।

শেষ পর্যন্ত ৪৬ বলে ৮৯ রানে আউট হন। তাঁর এই ইনিংসে ছিল ৪টি বাউন্ডারি ও ৯টি ছক্কা। স্ট্রাইক রেট ছিল প্রায় ১৯৪।

Sanju Samson

Sanju Samson turning pressure into PLEASURE since forever 😎 #KCL2025 pic.twitter.com/YOvBLdFrB8

গত ম্যাচে ৫১ বলে ১২১ রানের ইনিংস খেলেছিলেন সঞ্জু। সেখানে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন ১৬ বলে। সেঞ্চুরি আসে ৪২ বলে। এই ম্যাচেও ইঙ্গিত দিলেন ফর্মে ফেরার। কমফোর্ট জ়োনের বাইরে বেরিয়ে এই টুর্নামেন্টে ব্যাটিং করেছেন ৬ নম্বরেও।

অর্থাৎ, ওপেন থেকে লোয়ার মিডল অর্ডার, দলের প্রয়োজনে এশিয়া কাপে যেকোনও পজিশনে ব্যাট করতে প্রস্তুত, সেই বার্তাই দিলেন সঞ্জু।

Sanju Samson