শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে হংকং

শ্রীলংকার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে হংকং

এশিয়া কাপের ১৭তম আসরের অষ্টম ম্যাচে মুখোমুখি শ্রীলংকা বনাম হংকং ক্রিকেট দল। টস জিতে হংকংকে ব্যাটিংয়ে পাঠিয়েছে শ্রীলংকা। দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে।

হংকং এবং শ্রীলংকা দুই দল এশিয়া কাপের চলতি আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলছে। হংকং প্রথম ম্যাচে ৭ উইকেটে ১৪৩ রান করে বাংলাদেশের বিপক্ষে হেরে যায় ৭ উইকেটে।

আর শ্রীলংকা গত শনিবার বাংলাদেশকে ১৩৯ রানে থামিয়ে ৩২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় লাভ করে।

আজকের ম্যাচে শ্রীলংকা জয় পেলে সুপারে ফোরে খেলা প্রায় নিশ্চিত হয়ে যাবে। তবে হেরে গেলেও তাদের সামনে আরও একটি সুযোগ আছে। ১৮ সেপ্টেম্বর আফগানিস্তানের মুখোমুখি হবে শ্রীলংকা। সেই ম্যাচে জয় পেলে সুপার ফোরে চলে যাবে।