সদ্যসমাপ্ত ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজে নজর কেড়েছেন শুবমান গিল। ক্যাপ্টেন হিসাবে প্রথম সিরিজেই অপরাজিত তিনি।
ব্যাট হাতে দারুণ করেছেন। পাঁচ টেস্টে ৭৫৪ রান, এর মধ্যে একটি ডাবল সেঞ্চুরি ও তিনটি সেঞ্চুরি। এমন পারফরম্যান্সের জন্য ঘরে-বাইরে প্রশংসিত গিল।
এবার তিনি মাঠের বাইরের একটি ঘটনার কারণে সংবাদের শিরোনাম হলেন। লর্ডস টেস্টে যে জার্সি পরে খেলেছিলেন শুবমান, নিলামে সেটি বিক্রি হলো প্রায় সাড়ে পাঁচ লাখ রুপিতে।
এমনকি, ওই জার্সিটি পরিষ্কারও করা হয়নি। লর্ডসে পাঁচদিন খেলার পর সেই ধুলো-মাটি মাখা জার্সিতে অটোগ্রাফ দেন শুবমান।
অ্যান্ড্রু স্ট্রাউসের চ্যারিটি ফান্ড ‘রেড ফর রুথ’ এর জন্য অনেক ক্রিকেটার বিভিন্ন উপহার দিয়েছেন। গিলের জার্সিও তেমনি একটি উপহার।
আশা করা হয়েছিল, গিলের পরা এই জার্সির দাম উঠবে ১২০ থেকে ১৫০ পাউন্ড। কিন্তু শেষ পর্যন্ত সেটার দাম ওঠে ৪৬০০ পাউন্ডে, ভারতীয় মুদ্রায় যা প্রায় পাঁচ লাখ ৪১ হাজার রুপি।