ডাকসুর ভিপি পদে প্রার্থী ইনসানিয়াত বিপ্লবের তাহমিনা আক্তার
বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে প্রার্থী হয়েছেন তাহমিনা আক্তার।
বাংলাদেশের ৪৬তম নিবন্ধিত রাজনৈতিক দল ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ—যা মানবতা ভিত্তিক একমাত্র রাজনৈতিক দল হিসেবে পরিচিত। দলটির নেতৃত্ব দিচ্ছেন প্রতিষ্ঠাতা সভাপতি আল্লামা ইমাম হায়াত। বাংলাদেশ ছাড়াও পর্তুগাল ও ফ্রান্সে দলটি রাজনৈতিক সংগঠন হিসেবে নিবন্ধিত। একই সঙ্গে যুক্তরাজ্যসহ একাধিক দেশে নিবন্ধন প্রক্রিয়া চলছে।
এই দলের ছাত্র সংগঠনের নাম বিশ্ব ইনসানিয়াত বিপ্লব স্টুডেন্ট ফ্রন্ট। সংগঠনটির বিশ্বাস—মানুষকে কেবল নারী বা পুরুষ হিসেবে নয়, বরং মানবিক সত্ত্বা হিসেবে দেখা উচিত। তাদের আদর্শে মানব জীবন ভাষা, গোত্র, লিঙ্গ, বর্ণ, রাষ্ট্র ও সীমান্তের উর্ধ্বে, স্রষ্টার আলোয় সমান মর্যাদাপূর্ণ। সেই বিশ্বাস থেকেই সংগঠনটির নামকরণ করা হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো—স্টুডেন্ট ফ্রন্টের কেন্দ্রীয় কমিটি থেকে শুরু করে সব স্তরের কমিটিতে সমান সংখ্যক নারী ও পুরুষ সদস্য রয়েছে।
এবারের ডাকসু নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে মনোনীত হয়েছেন তাহমিনা আক্তার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী। তিনি বঙ্গমাতা ফজিলাতুন্নেছা হলের আবাসিক ছাত্রী। সাম্প্রতিক জুলাই গণঅভ্যুত্থানে তাহমিনা আক্তার সক্রিয় ভূমিকা রাখেন।
এছাড়া সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করার দাবিতে স্টুডেন্ট ফ্রন্টের বিভিন্ন কর্মসূচিতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। বিশেষ করে রাজু ভাস্কর্যে আয়োজিত আন্দোলন, ধর্মীয় স্থাপনায় হামলার প্রতিবাদ, তোফাজ্জল হত্যা ও ঈদের জুলুসে হামলার ঘটনায় প্রতিবাদী কর্মসূচি—এসব বিক্ষোভে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং সাহসী ভূমিকা পালন করেছেন।
২০২৫ সালের ডাকসু নির্বাচনে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতার প্রাক্কালে তাহমিনা আক্তার সকল মানবিক ভাই-বোনের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।