ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়ন ফিরে পেতে শনিবার (২৩ আগস্ট) আপিলের শেষ দিন।
ডাকসুর চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. জসীম উদ্দিন জানান, শনিবার সকাল ১১ টা পর্যন্ত ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র সংশোধনের আবেদন করেছেন। আগামী ২৫ আগস্ট পর্যন্ত মনোনয়ন পত্র প্রত্যাহার করা যাবে। এরপর ২৬ আগস্ট প্রকাশিত হবে চূড়ান্ত প্রার্থী তালিকা।
গত ২১ আগস্ট যাচাই-বাছাইয়ের পর ৪৭ জন প্রার্থীর মনোনয়ন পত্র বাতিল করে প্রশাসন। এর আগে বিভিন্ন পদে মনোনয়ন পত্র জমা দেয় ৫০৯ জন প্রার্থী।