জুলাই অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করতে চাই: আব্দুল কাদের
বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের (বাগছাস) প্যানেল ‘বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদ’র ভিপি প্রার্থী আব্দুল কাদের বলেছেন, জুলাইয়ে ক্যাম্পাসের আমূল পরিবর্তনের জন্য অভ্যুত্থান হয়েছে। আমরা যদি নির্বাচিত হই, তাহলে শিক্ষার্থীদের সেই আকাঙ্খাকে বাস্তবে রূপ দিতে চাই। অর্থাৎ জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিট (চেতনা) বাস্তবায়ন করতে চাই।
বৃহস্পতিবার আব্দুল কাদের যুগান্তরকে আরও বলেন, বিগত সময়ে শিক্ষার্থীরা একটা ট্রমার মধ্য দিয়ে গিয়েছে। হলে হলে দখলদারিত্ব চালানো হয়েছে। একটি সিটের জন্য শিক্ষার্থীদের ছাত্রনেতাদের দাসত্ব করতে হয়। শিক্ষার্থীদের মানবিক মর্যাদার যে জায়গা অর্থাৎ আবাসন, খাবারসহ শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে চাই।
তিনি বলেন, আমরা আগে ইনফরমালি কাজ করেছি। এখানে একটি পলিটিক্যাল সেটেলমেন্ট থাকা দরকার। একটি পলিটিক্যাল রূপরেখা থাকা দরকার, যেমন আবাসিক হলে রাজনীতি থাকবে কিনা। থাকলে কীভাবে থাকবে। এই বিষয় নিয়ে আমরা ইনফরমালি কাজ করেছি। আমরা এখন পলিসি পর্যায়ে কাজ করতে চাই। অর্থাৎ জুলাই গণ-অভ্যুত্থানের স্পিরিটকে বাস্তবায়ন করতে চাই।