জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) হল সংসদ নির্বাচনে জাহানারা ইমাম হলের এজিএস পদে ১১৩ ভোটে দু’জনের মধ্যে টাই হয়েছে। তারা হলেন লামিয়া জান্নাত এবং সাদিয়া খাতুন।
ফল ঘোষণার সময় বলা হয়, যেহেতু দু’জনই সমান ভোট পেয়েছেন, তাই পালাক্রমে ছয় মাস করে তারা দুজনই এজিএস পদে দায়িত্ব পালন করবেন।