জবি শাখা ছাত্রদলের সহযোগিতায় অবৈধ দোকান ও বাসস্ট্যান্ড উচ্ছেদ

জবি শাখা ছাত্রদলের সহযোগিতায় অবৈধ দোকান ও বাসস্ট্যান্ড উচ্ছেদ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি), বাহাদুর শাহ পার্ক ও আশপাশের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকা থেকে অবৈধ দোকানপাট, লেগুনা ও বাসস্ট্যান্ড অপসারণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

এ অভিযানে সহযোগিতা করেছেন জবি শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার জবি শিক্ষক সমিতির উদ্যোগে আয়োজিত প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি শেষে এ উচ্ছেদ কার্যক্রম শুরু হয়।

এ সময় সূত্রাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেলের নেতৃত্বে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উচ্ছেদ অভিযানে অংশ নেন।

এ বিষয়ে আহ্বায়ক মেহেদী হাসান হিমেল বলেন, “আমাদের লড়াইয়ের ফল আজ সামনে এসেছে। এই অবৈধ দখলদারিত্ব শুধু যানজটই সৃষ্টি করেনি, বরং আমাদের নিরাপত্তা ও শিক্ষার পরিবেশকে ধ্বংস করেছে। প্রশাসনের সহযোগিতায় অভিযান সফল হয়েছে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ—এই এলাকাকে একটি নিরাপদ, পরিষ্কার ও শিক্ষাবান্ধব স্থানে রূপান্তরিত করব। ভবিষ্যতে কোনো অবৈধতা আর স্থান পাবে না।”

উচ্ছেদ কার্যক্রমে আরও উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার হোসেন, মাহমুদুল হাসান খান, রবিউল আউয়াল, সজল মিয়া, তৌহিদ চৌধুরী, মোজাম্মেল হক ডেনি, ইমনসহ অন্য নেতাকর্মীরা।

এর আগে সকাল ১১টায় বিশ্ববিদ্যালয় ও বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ও আশপাশের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঐক্যবদ্ধ মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে। এতে ক্যাম্পাসের সামনে গড়ে ওঠা অবৈধ বাসস্ট্যান্ড ও টং দোকান অপসারণের দাবি জানানো হয়।

ইএইচ