গাছ কাটায় ইবির শিক্ষার্থীদের কার্টুন প্রদর্শনী ও অবস্থান কর্মসূচি

গাছ কাটায় ইবির শিক্ষার্থীদের কার্টুন প্রদর্শনী ও অবস্থান কর্মসূচি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আবাসিক লালন শাহ হলের পাশে গাছ কাটার প্রতিবাদে অবস্থান কর্মসূচি ও প্রতিবাদী কার্টুন প্রদর্শনী করেছে ছয় শিক্ষার্থী।

সোমবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের বটতলায় এ কর্মসূচি পালন করেন তারা।

অংশগ্রহণকারী শিক্ষার্থীরা হলেন— ইশতিয়াক ফেরদৌস ইমন, নাঈমুল ফারাবি, জারিন তাসনিম পুষ্প, সজল রায়, শেখ রুম্মন ও ইজাজ আহমেদ।

কর্মসূচিতে প্রদর্শিত ব্যঙ্গচিত্রে লেখা ছিল—“গাছ হত্যাকারীর ঠাঁই নাই”, “গাছ কাটা মানে জীবন কাটা”, “গাছ মানুষকে বাঁচায়, মানুষ গাছ মারে”, “সবুজ হত্যা মানে ভবিষ্যৎ হত্যা”, “শ্বাস নিতে কি ভুলেন আপনারা?” ইত্যাদি স্লোগান।

শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ ইমন বলেন, “বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার গাছের ওপরই আঘাত হানছে। আধুনিকতার যুগেও কেন এত গাছ কাটা হচ্ছে, বুঝতে পারছি না। গতকাল লালন শাহ হলের পাশে দুটি গাছ কেটে ফেলা হয়েছে। খোঁজ নিয়ে জেনেছি, কাঠ দিয়ে আসবাব তৈরি করার জন্য গাছগুলো কাটা হয়েছে। অথচ হল প্রভোস্ট বলছেন, গাছগুলো ভবনের জন্য হুমকি ছিল। কিন্তু আমার মনে হয়েছে, গাছগুলো পর্যাপ্ত দূরত্বে ছিল, সুতরাং তা কাটা যৌক্তিক হয়নি।”

তিনি আরও বলেন, “আমরা চাই বিশ্ববিদ্যালয়ের আর কোনো গাছ যেন না কাটা হয়। কাঠের প্রয়োজন হলে বাইরে থেকে সংগ্রহ করা যেতে পারে। আর যদি সত্যিই কোনো গাছ কাটতেই হয়, তবে বিকল্প হিসেবে বেশি করে গাছ রোপণ করতে হবে এবং কারণটি স্বচ্ছভাবে জানাতে হবে।”

এ বিষয়ে লালন শাহ হল প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান বলেন, “হলের পাশে কয়েকটি গাছের মাথা শুকিয়ে গিয়েছিল, ফলে বৃদ্ধি বন্ধ হয়ে বাঁকা হয়ে পড়েছিল। এগুলোর কারণে ড্রেন ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই প্রশাসনের অনুমতি নিয়ে তিনটি গাছ কাটা হয়েছে। তবে এর জায়গায় আটটি নতুন গাছ রোপণ করা হবে।”

ইএইচ