চাকসু নির্বাচন: শেষদিনে উপচেপড়া ভিড়, মনোনয়ন বিক্রি হাজার ছাড়াল
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন সংগ্রহের সময় শেষ হয়েছে। মঙ্গলবার মনোনয়নপত্র সংগ্রহের শেষদিনে দেখা গিয়েছে উপচেপড়া ভিড়। মনোনয়ন বিক্রি হাজার ছাড়িয়েছে বলে জানা গেছে।
চাকসু নির্বাচনের প্রধান কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন যুগান্তরকে জানান, শেষদিন আমরা ব্যাপক উপস্থিতি দেখতে পেয়েছি। এখন পর্যন্ত তিনদিনে কেন্দ্রীয় সংসদে ৪৭৪ জন এবং হল সংসদে ৫৮৯ জন মনোনয়ন নিয়েছে। যত সময় লাগুক আমরা আজকেই মনোনয়ন বিক্রি শেষ করব।
সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সময়সীমা থাকলেও শিক্ষার্থীদের ভিড়ের কারণে কার্যক্রম বাড়িয়ে দেওয়া হয়।
সর্বশেষ তথ্য অনুযায়ী, হল সংসদে ৫৮৯ জন মনোনয়ন নিয়েছেন। যার মধ্যে আলাওল হলে ৩৮ জন, এফ রহমান হলে ৪২ জন, শাহজালাল হলে ৪১ জন, শাহ আমানত হলে ৪৪ জন, সোহরাওয়ার্দী হলে ৭২ জন, শহীদ আব্দুর রব হলে ৩৭ জন, মাস্টারদা সূর্যসেন হলে ৩৮ জন, শহীদ ফরহাদ হোসেন হলে ৫৭ জন, অতীশ দীপঙ্কর হলে ৪৭ জন, শামসুন নাহার হলে ২৫ জন, প্রীতিলতা হলে ৩৯ জন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া হলে ৩৭ জন, বিজয় ২৪ হলে ৩৯ জন, নবাব ফয়জুন্নেছা হলে ১৪ জন মনোনয়ন নিয়েছেন। এছাড়া শিল্পী রশীদ চৌধুরী হোস্টেল সংসদে মনোনয়ন সংগ্রহ করেছে ২৫ জন।
অন্যদিকে কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) মনোনয়ন নিয়েছেন ৪৭৪ জন। সব মিলিয়ে ৩ দিনে মনোনয়ন সংগ্রহ করেছে ১ হাজার ৬৩ জন প্রার্থী।
তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে ১৫, ১৬ ও ১৭ সেপ্টেম্বর। মনোনয়ন যাচাই-বাছাইয়ের তারিখ ১৮ সেপ্টেম্বর। প্রার্থীদের প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ২৩ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। প্রার্থীদের বিষয়ে আপত্তি গ্রহণ ও নিষ্পত্তির শেষ তারিখ ২৪ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ ২৫ সেপ্টেম্বর। আগামী ১২ অক্টোবর (রোববার) অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচন।