জাকসু নির্বাচনের ফলাফল ঘোষণা কখন, জানালেন সদস্য সচিব
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বর্তমানে ভোটের গণনা চলছে। নির্বাচন কমিশনের সদস্য সচিব অধ্যাপক রশিদুল আলম জানিয়েছেন, ফলাফল জানতে আগামীকাল শুক্রবার সকাল বা দুপুর পর্যন্ত সময় লাগতে পারে।
তিনি বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় সাংবাদিকদের বলেন, ভোট গণনা ম্যানুয়াল পদ্ধতিতে করা হচ্ছে। এ কারণে ফলাফল ঘোষণা হতে কিছু সময় লাগতে পারে।
এদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে। এবার মোট ভোটার সংখ্যা ছিল ১১,৭৪৭। বিভিন্ন পদে মোট ১৭৮ জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতার অনুমোদন পেয়েছেন।
এর মধ্যে— সহসভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন।
ভোটগ্রহণ বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে ২২৪টি বুথে অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১০টি হল ছাত্রীদের এবং ১১টি হল ছাত্রদের। প্রতিটি কেন্দ্রে একজন রিটার্নিং কর্মকর্তা, ৬৭ জন পোলিং কর্মকর্তা ও ৬৭ জন সহকারী পোলিং কর্মকর্তা দায়িত্ব পালন করেন।
ভোটাররা কেন্দ্রীয় ও হল সংসদ মিলিয়ে মোট ৪০টি ব্যালটে ভোট দিয়েছেন।
জাকসুর মোট প্রার্থীর মধ্যে ২৫ শতাংশ ছিলেন ছাত্রী, বাকি ৭৫ শতাংশ ছাত্র। ভিপি পদে কোনো নারী প্রার্থী ছিলেন না। জিএস পদে ১৫ জন প্রার্থীর মধ্যে দুইজন মেয়ে। চারটি অন্য পদে কোনো নারী প্রার্থী ছিলেন না। সবগুলো হল সংসদ মিলিয়ে মোট প্রার্থীর ২৪.৪ শতাংশ ছিলেন ছাত্রী। এছাড়া মেয়েদের হলগুলোর পাঁচটিতে ১৫টি পদে কোনো নারী প্রার্থী ছিল না।
ইএইচ