জাবি : জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অনুষ্ঠিত হচ্ছে বহুল প্রতীক্ষিত কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) এবং হল সংসদ নির্বাচন।
এ নির্বাচনকে ঘিরে পুরো ক্যাম্পাসজুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা, যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।
পুলিশ, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এবং আনসার সদস্যদের কড়া নজরদারিতে চলছে ভোটগ্রহণ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। যা চলবে বিকেল ৫টা পর্যন্ত।
সরেজমিনে দেখা যায়, সকাল থেকেই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, মীর মশাররফ হোসেন হল-সংলগ্ন ফটক, প্রান্তিক ফটক এবং বিশ মাইল ফটকসহ সব প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র ছাড়া কোনো বহিরাগতকে ক্যাম্পাসে ঢুকতে দেওয়া হচ্ছে না। এমনকি, স্টিকারবিহীন কোনো গাড়িও প্রবেশ করতে পারছে না।
এদিকে নিরাপত্তা নিশ্চিত করতে ১৫০০ পুলিশ, সাত প্লাটুন বিজিবি (বর্ডার গার্ড বাংলাদেশ) এবং পাঁচ প্লাটুন আনসার সদস্য মোতায়েন করা হয়েছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক টহল দিচ্ছে।
এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৮৯৭। মোট ২৫টি পদের জন্য ১৭৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
নির্বাচনের ভোটগ্রহণ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ৬৭ জন পোলিং অফিসার (শিক্ষক) এবং ৬৭ জন সহকারী পোলিং অফিসার (কর্মকর্তা) দায়িত্ব পালন করছেন। ভোট গণনা শেষে সিনেট হলে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।
এ নির্বাচনে বাম, শিবির, ছাত্রদল সমর্থিত এবং স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে।
ইএসএস/টিএ/ডিএইচবি/এসআই