ভোটাভুটির মাধ্যমে ডাকসুর প্রার্থী নির্বাচিত করেছে ছাত্রদল
নেতাকর্মীদের ভোটের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনের জন্য প্রার্থী নির্বাচন করেছে ছাত্রদল। এ কথা জানিয়েছেন ডাকসুর ভিপি (সহ-সভাপতি) প্রার্থী ও ঢাবি শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুল ইসলাম খান।
তিনি বলেন, সংগঠনের অভ্যন্তরীণ নেতাকর্মীদের ভোটাভুটির মধ্য দিয়ে ছাত্রদলের প্যানেলে প্রার্থী নির্বাচন করে আমরা যে ইতিহাস রচনা করেছি তা যেকোনো ছাত্র সংসদ নির্বাচনের ইতিহাসে বিরল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এই প্রথম ভোটাভুটির মধ্য দিয়ে সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে ছাত্রদল তাদের প্রার্থী নির্বাচিত করেছে। আশা করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেটা হৃদয় থেকে স্বাগত জানাবে এবং সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে আমাদের পাশে থেকে উৎসাহ দেবে।
বৃহস্পতিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ক্যাম্পাসের বেশিরভাগ শিক্ষার্থী মধ্যবিত্ত ও নিম্ন মধ্যবিত্ত পরিবার থেকে আসেন। নির্বাচিত হলে শিক্ষার্থীদের আবাসন সংকট দূর করে তাদের মধ্যে মানসিক প্রশান্তি আনার প্রচেষ্টা চালিয়ে যাব। যেন তারা বিশ্ববিদ্যালয়ে ভালোভাবে থাকতে পারেন এবং পড়ালেখা চালিয়ে যেতে পারেন।