ভোট গ্রহণ শেষের প্রায় ৪৮ ঘণ্টা পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের (জাকসু) ফল ঘোষণা করেছে নির্বাচন। এতে সর্বোচ্চ ভোট পেয়ে সহ-সভাপতি (ভিপি) নির্বাচিত হয়েছেন ‘স্বতন্ত্র শিক্ষার্থী সম্মিলন’ প্যানেলের আব্দুর রশিদ জিতু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শিবির-সমর্থিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’-এর আরিফুল্লাহ আদিব।
ঘোষিত ফলাফলে জানা যায়, ভিপি পদে নির্বাচিত জিতু ৩,৩৩৪ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বীর আদিবের ভোটসংখ্যা ২,৩৯২। তাদের ভোটের ব্যবধান ৯৪৭।