আরেক দফা পরিবর্তন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা রাকসু নির্বাচনের তারিখ। বুধবার রাতে রাকসু নির্বাচন কমিশনের এক জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫শে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে রাকসু নির্বাচন।
এর আগে ১৫ই সেপ্টেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে তফসিল ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। পরে আজ (বুধবার) সেটি পিছিয়ে ২৮শে সেপ্টেম্বর নির্ধারণ করে রাকসুর নির্বাচন কমিশন।
ওই দিন থেকে হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গা পূজা শুরু হওয়ায় এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও ক্যাম্পাসে নানা সমালোচনাও তৈরি হয়।
পরে রাতে জরুরি বৈঠকে বসে ২৫শে সেপ্টেম্বর ভোটগ্রহণের নতুন তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন।