বাগছাসের প্যানেল ছেড়ে স্বতন্ত্র হিসেবে নির্বাচনের ঘোষণা হাসিবের
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের (বাগছাস) প্যানেল থেকে বেরিয়ে গেছেন সংগঠনটির ঢাবি শাখার মুখ্য সংগঠক মো. হাসিবুল ইসলাম। তিনি স্বতন্ত্র থেকে সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।
রোববার (২৩ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হাসিব। তবে কী কারণে তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন, এর উত্তর পাওয়া যায়নি।
আসন্ন ডাকসুকে কেন্দ্র করে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদের প্যানেল থেকে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক পদে মনোনীত হলেও শেষ মুহূর্তে এসে দলীয় প্যানেল থেকে বের হওয়ার ঘোষণা দেন তিনি।