ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ফলাফল ঘোষণা চলছে। ইতোমধ্যে প্রাপ্ত ফলাফলে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মো. আবু সাদিক (সাদিক কায়েম) নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে বিপুল ভোটে এগিয়ে আছেন।
একই জোটের সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদেও এগিয়ে আছেন শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী এসএম ফরহাদ ও মহিউদ্দিন খান।
ফলাফল ঘোষিত হলগুলো হলো- শামসুন্নাহার হল, মুহসীন হল, এফ রহমান হল, রোকেয়া হল, এসএম হল, জহুরুল হক হল, জগন্নাথ হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হল ও সুফিয়া কামাল হল।
ইসলামী ছাত্রশিবির সমর্থিত প্রার্থীদের এমন ফলাফল ঘিরে শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রবেশ মুখে সংগঠনটির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস বিরাজ করছে। তারা বিজয় মিছিলের প্রস্তুতি নিচ্ছেন।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে সরেজমিনে দেখা গেছে, শাহবাগে জামায়াতে ইসলামীর কর্মী ও শিবির সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস ও আনন্দ বিরাজ করছে। তারা ফলাফলের তথ্য পেয়ে ‘শিবির-শিবির’ স্লোগান ও ‘সাদিক-ফরহাদ’ স্লোগান দিচ্ছেন।