সোমবার সন্ধ্যায় রাজধানীর মুক্তিযুদ্ধ জাদুঘরে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রকাশ করা হয় সিরিজটির ট্রেলার। যেখানে আফরান নিশো ছাড়াও ছিলেন নাবিলা, ভিকি জাহেদ, প্রযোজক শাহরিয়ার শাকিল, ইমতিয়াজ বর্ষণ, আজাদ সেতুসহ অনেকে।
সেখানে জানানো হয়, খুন, রহস্য, মানবিক সম্পর্কের টানাপোড়েনে টানটান উত্তেজনা নির্মিত হয়েছে ‘আকা’; যার অর্থ ‘আবুল কালাম আজাদ’। সিরিজটি দেখার আগ্রহ বাড়িয়েছে দর্শকদের। তারা বলছেন, ট্রেলার দেখে পুরো সিরিজ দেখার অপেক্ষায় রয়েছেন।
নির্মাতা ভিকি জাহেদ বলেন, এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। “আকা”র মাধ্যমে আমি আসলে দর্শকদের সঙ্গে একধরনের নিরীক্ষা করেছি। মুক্তির পর এর ফলাফল বুঝতে পারব।
নিশো বলেন, ‘আমি সব সময় ভালো কাজ, ভালো প্রোডাকশনের সঙ্গে থাকতে চাই। সেটা যেকোনো মাধ্যমেই হতে পারে। আমার জন্য গল্পটা ফ্যাক্ট। আর সেই সঙ্গে পরিচালক হিসেবে ভিকি থাকলে তো কোনো কথা নেই। দুর্দান্ত একটা টিম। আকা সিরিজে এসব ভালোর সমন্বয় ঘটেছে। আজকে ট্রেলার মুক্তি পেল, কিছুদিন পর কনটেন্টটা আসবে। দর্শকের প্রতি অনুরোধ থাকবে প্রতিক্রিয়া জানানোর।’
নাবিলা বলেন, ‘ভিকি ভাইয়ের কাজের আমি ভীষণ ভক্ত। সাইকো থ্রিলার জনরায় তিনি এক্সিলেন্ট কাজ করছেন। “আকা” দুর্দান্ত একটা কাজ হয়েছে। আশা করছি, ট্রেলারটা দর্শক পছন্দ করবেন, সেই সাথে আমাদের কাজটাও।’
এদিকে সোমবার রাতে ট্রেলার প্রকাশের পর হইচইয়ের ইউটিউবে বহু মানুষ তা দেখে প্রশংসা করছেন। শুধু তাই নয়, এটিকে অনেকে সিরিজ বলতে নারাজ! ‘আকা’র ট্রেলার দেখে তারা বলছেন, এটা সিনেমা হিসেবেই মুক্তি পেতে পারতো!
ইমতিয়াজ নামের এক দর্শক ট্রেলার দেখে ইউটিউবে মন্তব্য করেছেন,“এটা তো মুভির থেকে কোনো অংশে কম না। আমি তো পুরাই অবাক! সেই সাথে এটা বলার দরকারও নেই যে, আফরান নিশো একজন জাত অভিনেতা! সবাই জানে বিষয়টি!! যাই হোক, অপেক্ষায় থাকলাম।” ইমাম নামে একজন লিখেছেন, “মুভি নাকি সিরিজ বুঝা যাচ্ছে না।”
মারুফ কাজী নামের একজন লিখেছেন,“ভিকি জাহেদের উচিত সিনেমা বানানো। বাংলা সিনেমায় ভিকি জাহেদের মতো নির্মাতা খুব খুব খুব প্রয়োজন।” আলম আহমেদ লিখেছেন,“সিনেমা হলে রিলিজ দেওয়া উচিত”। সজীব জিতু লিখেছেন, “সিনেমা হলে রিলিজ দেয়া উচিত, এস এ থ্রিলার মুভি হিসেবে। পুরাই আগুন।”
অন্য আরেকজন লিখেছেন,“এটা সিরিজের ট্রেলার না মুভির পুরাই অস্থির।” ট্রেলারে ভায়োলেন্সকেও পছন্দ করছেন অনেকে। একজন দর্শক লিখেছেন, “ভায়োলেন্স লিমিট পার করে দিল পুরা, আর লুক তো পুরাই করড়া।” অনেকে নিশো-ভিকি জুটির জনপ্রিয় ‘পুনর্জন্ম’ এর কথাও লিখছেন ‘আকা’র ট্রেলারের মন্তব্য ঘরে!
আগামী ৪ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পাবে আকা সিরিজটি।