দুই বছর পর ‘আকা’ ওয়েব সিরিজের মাধ্যমে ওটিটিতে ফিরেছেন আফরান নিশো। ভিকি জাহেদের পরিচালনায় সাইকো থ্রিলার গল্পে নির্মিত হইচই-তে মুক্তি পাওয়া এই সিরিজটিতে মজেছে দর্শক।
সোশ্যাল মিডিয়ার বিভিন্ন গ্রুপে সিরিজটি দেখে ইতবাচক রিভিউ চোখে পড়ছে। অধিকাংশ দর্শকরাই, ‘আকা’র দ্বিতীয় সিজন দেখতে চান বলে মন্তব্য করছেন।
সিরিজটি আইএমডিবি রেটিং ৭.৭। ক্র্যাকডফ্লিক্স নামে একটি পেইজ থেকে ১০-এ ৮ রিভিউ দিয়ে বলা হচ্ছে, প্রায় তিন ঘণ্টার ডিউরেশন থাকায় পুরো সিরিজটির মধ্যে সিনেম্যাটিক ফিল পাওয়া যায়। চাইলে এটিকে সহজেই একটি পূর্ণদৈর্ঘ্য সিনেমা হিসেবেও দাঁড় করানো যেত।
মোবাশ্বিরা ইসলাম লিখেছেন, এতো ভালো লাগবে দেখার আগে বুঝিনি। অনেকদিন পর অভিনেতা নিশোকে খুঁজে পেলাম। অসাধারণ সিরিজ। সিজন ২-এর অপেক্ষায় থাকলাম। ডাক্তার তানভীর আহমেদ লিখেছেন,“নিশোর পাশাপাশি আজিজুল হাকিম অসাধারণ পারফর্ম করেছেন। চাচা-ভাতিজার কেমিস্ট্রি অন্যরকম ভালো লেগেছে।”
তরিকুল ইসলাম লিখেছেন, সিরিজের চিত্রনাট্য লেটার মার্কস পাবে। মানুষের জীবনের চরম বাস্তবতা কিছু কিছু সংলাপে উঠে এসেছে। দ্বিতীয় সিজন দেখার অপেক্ষায় থাকলাম। নিশোর অভিনয়ের প্রশংসা করে শিকদার হাবিবুর লিখেছেন, “কেমনে সম্ভব একটা মানুষ অভিনয়ে ডুবে যায়, মনেই হয়না এটা অভিনয় না বাস্তব।”
‘আকা’র গল্পে আজাদ চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো, যিনি গভীরভাবে ক্ষতবিক্ষত মানুষ। যাকে শৈশব থেকে তাড়া করে বারবার ফিরে আসে ভয়াবহ ট্র্যাজেডি। ছোটবেলায় নিজ পরিবারে ঘটে যাওয়া নির্মম এক ঘটনা প্রত্যক্ষ করার পর থেকে সে সমাজের সঙ্গে সম্পর্ক স্থাপনে ব্যর্থ হয়।
নিঃসঙ্গ ও অপূর্ণ এক জীবন কাটালেও আজাদের অসাধারণ সংগীত প্রতিভা থেকে যায় অদেখা আর অমূল্যায়িত। এই আজাদের সঙ্গে মেঘার আকস্মিক সাক্ষাৎ তার জীবনে ক্ষণিকের আশার আলো আনে। কিন্তু অতীতের ক্ষত আজাদকে আবার তাড়িয়ে বেড়ায়।
স্বীকৃতির আকাঙ্ক্ষায় সে ঘটাতে থাকে নৃশংস সব ঘটনা। যা গোটা সমাজকে স্তম্ভিত করে দেয়। অবাক করা ব্যাপার, সামাজিক যোগাযোগমাধ্যম তাকে নায়ক হিসেবে বরণ করে নেয়। আজাদ সেই ভুল ধারণাকে উপভোগ করতে থাকে।
গল্প ও চিত্রনাট্য লেখার কাজটা পরিচালক ভিকি নিজেই করেছেন। এই সিরিজে ‘রক্তের পথ’ ও ‘উড়ে যাবে দূরে’ শিরোনামে দুটি গান রয়েছে।
ঢাকার বিভিন্ন লোকেশনে শ্যুট হওয়া আকা ন্যায়-অন্যায়, একাকিত্ব, ভালোবাসা ও প্রতিশোধের গল্পকে নতুনভাবে তুলে ধরেছে আকা। নিশো ছাড়াও আরও অভিনয় করেছেন নাবিলা, আজিজুল হাকিম, জয়ন্ত চট্টোপাধ্যায়, ইমতিয়াজ বর্ষণ, এ.কে.আজাদ সেতু, শাহেদ আলী, সমু চৌধুরী, সেমন্তি সৌমী, নিকিতা সাহা।