আপাতত নতুন সিনেমার অভিনয়ে দেখা না গেলেও অপু বিশ্বাস ব্যস্ত ফটোশুট ও বিভিন্ন পণ্যের প্রচারণায়। সম্প্রতি নতুন আরেকটি ফটোশুটে অংশ নিলেন এই ঢালিউড তারকা। জানা গেল, এই ফটোশুটে পাকিস্তানি নায়িকা হানিয়া আমির ও ভারতীয় নায়িকা কারিনা কাপুরকে অনুসরণ করেছেন তিনি। দেখে নেওয়া যাক অপুর নতুন ফটোশুটের ৮টি স্থিরচিত্র: