সমাজমাধ্যমে মাতৃতর্পণ কৌশিকের, বাৎসরিকে মায়ের জন্য কী কামনা পরিচালক?

সমাজমাধ্যমে মাতৃতর্পণ কৌশিকের, বাৎসরিকে মায়ের জন্য কী কামনা পরিচালক?

দেখতে দেখতে এক বছর পার। ২০২৪ সালের এই দিনে আরজি কর কাণ্ডে সারা শহর যখন উত্তপ্ত, সেই সময়েই মাকে হারিয়েছিলেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। এই এক বছর ধরে মায়ের স্মৃতি আঁকড়ে দিন কাটিয়েছেন তিনি। মায়ের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁদের বাড়িতে আয়োজন করা হয়েছিল বাৎসরিক অনুষ্ঠানের। ফুল-মালায় সাজানো মায়ের ছবি দিয়ে সমাজমাধ্যমের পাতায় মাতৃতর্পণ করেছেন কৌশিক।

কৌশিক লেখেন, 'একবছর আগে আজকের দিনেই মা চলে গিয়েছিলেন বাবার কাছে। নিয়ম মেনে বাৎসরিক অনুষ্ঠান করল দাদা আমাদের গড়িয়ার বাড়িতে।' কথিত আছে, এই অনুষ্ঠানের পরই আত্মার স্বর্গলোক প্রাপ্তি ঘটে। তবে কৌশিকের কাছে এ সব যুক্তি খাটে না। স্বর্গ-মর্ত্যের বিশেষ ফারাক তিনি খালি চোখে দেখতে পান না। কৌশিক আরও লিখেছেন, 'মায়ের ঘর, বিছানাটা খালি। সেটাই বার বার বলে দেয় মা চলে গিয়েছেন অন্ততলোকে।'

স্মৃতির পাতা থেকে মায়ের পছন্দ-অপছন্দের কথা লিখতে বসে তিনি জানান, বুলা গঙ্গোপাধ্যায় অর্থাৎ তাঁর মা ঠান্ডা নরম পানীয়, আইসক্রিম খেতে ভালোবাসতেন। কৌশিক অন্তরের অন্তঃস্থল থেকে কামনা করেন, তিনি যেখানেই থাকুন, সেখানে যেন এই সব খাবার তাঁর মায়ের জন্য রাখা থাকে।

গড়িয়ার কানুনগো পার্কে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পৈতৃক বাড়ি। গতবছর সেখানেই প্রয়াত হন বুলা গঙ্গোপাধ্যায়। শোক সামলে ওই দিনই টালিগঞ্জে টেকনিশিয়ান স্টুডিয়োতে হাজির হয়েছিলেন তিনি। আরজি করের ঘটনার জেরে শহরজুড়ে শিল্পীদের প্রতিবাদ মিছিলেও যোগ দেন পরিচালক।