বারী-হাফিজ-আনোয়ারের ‘বুইঝা গেছি তোমার ব্যবহারে’

বারী-হাফিজ-আনোয়ারের ‘বুইঝা গেছি তোমার ব্যবহারে’

লোকগানপ্রেমীদের জন্য আসছে নতুন গান ‘বুইঝা গেছি তোমার ব্যবহারে’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় দুই শিল্পী হাফিজ বাউলা ও আনোয়ার ফকির। গানটির কথা লিখেছেন গীতিকবি সাইফুল বারী। সুর ও সংগীত পরিচালনা করেছেন হাফিজ বাউলা।

খুব শিগগিরই সুর বাংলা ইউটিউব চ্যানেলে গানটি উন্মুক্ত করা হবে।

গানটির ভিডিওতেও দেখা যাবে হাফিজ বাউলা ও আনোয়ার ফকিরকে। ভিডিও ধারণ, সম্পাদনা ও কালার করেছেন মাসুম খান। পুরো ভিডিও প্রস্তুত করেছে সুর বাংলা টিম।

হাফিজ বাউলা বলেন, “এই গানটির সুর–সংগীত করতে গিয়ে ভেতরে ভিন্ন ধরনের আবেগ তৈরি হয়েছে। আনোয়ার ফকিরের সঙ্গে কাজ করা সবসময়ই আনন্দের। মনে করি, শ্রোতারা গানটি ভালোবাসবেন।”

আনোয়ার ফকির বলেন, “ডুয়েট গান আমরা খুব বেশি করি না। তবে এই গানে দু’জনের কণ্ঠ সুন্দরভাবে মিলেছে। কথার আবেগ শ্রোতাদের মনে দাগ কাটবে বলে আমার বিশ্বাস।”

সাইফুল বারী বলেন, “একটি ব্যক্তিগত অনুভূতি থেকে গানটির কথা লেখা। হাফিজ বাউলা ভাই অসাধারণ সুর দিয়েছেন, আর আনোয়ার ভাই গানটিকে আরও পরিপূর্ণ করেছে। শ্রোতাদের জন্য এটি বিশেষ একটি গান হবে।”

ইএইচ