সালমান খানের সংস্পর্শে থাকা মানেই কি প্রাণের আশঙ্কা? সাম্প্রতিককালে একের পর এক ঘটে যাওয়া ঘটনা যেন তেমনই ইঙ্গিত করছে। যারাই অভিনেতার কাছে গিয়েছেন, তারাই গ্যাংস্টার লরেন্স বিশ্নোইয়ের নিশানায়। এবার খবর উঠেছে, সেই তালিকায় নতুন সংযোজন পবন সিংহ।
অভিনেতা-রাজনীতিবিদ সদ্য যোগ দিয়েছিলেন ‘বিগ বস ১৯’-এর সমাপ্তি অনুষ্ঠানে। সেখানে সালমানের সঙ্গে পর্দাভাগ করেন। অভিনেতা-রাজনীতিবিদ জানিয়েছেন, তারপর থেকেই ক্রমাগত ফোন, খুনের হুমকিবার্তা পাচ্ছেন! কখনও তার সহকারীদের কাছে ফোন আসছে। কখনও হোয়াটসঅ্যাাপ বার্তা।
সংবাদমাধ্যমকে পবন নিজে জানিয়েছেন, বার্তাপ্রেরক বার বার কুখ্যাত গ্যাংস্টারের দলীয় সদস্য হিসাবে নিজের পরিচয় দিয়েছেন। শুধুই হুমকি নয়, মোটা অঙ্কের টাকা চাওয়ার অভিযোগও করেছেন তিনি।
এরপরেই অভিনেতা-রাজনীতিবিদ প্রশাসনের দ্বারস্থ হন বলে খবর। অভিযোগ দায়ের করেন ওশিয়ারা থানায়। পুলিশ আধিকারিক দীক্ষিত গেদাম লিখিত অভিযোগ সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন।
তিনি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পবন সিংহের পক্ষ থেকে তার আপ্তসহায়ক এন কুমার সিংহ লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগপত্রে লেখা, পবন সিংহের এক দলীয় সদস্য প্রিয়াংশু সিংহ রবিবার রাত থেকে ক্রমাগত ফোন এবং হুমকি পাচ্ছেন। সেই সঙ্গে মোটা অঙ্কের অর্থ চাওয়া হয়েছে বলে অভিযোগ।
বার্তাপ্রেরক নিজেকে লরেন্স বিশ্নোইয়ের দলীয় সদস্য হিসাবে পরিচয় দিয়েছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।- ফ্রি প্রেস জার্নাল