পূজায় মুক্তি ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

পূজায় মুক্তি ‘স্বপ্নে দেখা রাজকন্যা’

অবশেষে চার বছর পর মুক্তি পেতে যাচ্ছে মোস্তাফিজুর রহমান মানিকের ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ সিনেমা। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন আদর আজাদ ও নিশাত নাওয়ার সালওয়া। আগামী ২৬শে সেপ্টেম্বর দুর্গাপূজা উপলক্ষে সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। ছবির নির্মাতা মানিক জানান, ২৬শে সেপ্টেম্বর মুক্তির ব্যাপারে প্রযোজক সমিতির অনুমোদন নিয়েছি। হল মালিকদের সঙ্গেও কথা হয়েছে। খুব শিগগিরই হল বুকিং শুরু হবে।