গুজবে কান না দেয়ার অনুরোধ

গুজবে কান না দেয়ার অনুরোধ

২০১০-এ রোহিত শেঠি পরিচালিত ছবি ‘সিংহাম’-এর দৌলতে তাকে চেনেন না এমন সিনেপ্রেমী বিরল। এই পরিচিতি, জনপ্রিয়তার যেমন ইতিবাচক দিক আছে, তেমনই রয়েছে নেতিবাচক দিকও। এবার তেমন কিছুই ঘটলো অভিনেত্রী কাজল আগরওয়ালের সঙ্গে। হঠাৎই ছড়িয়ে পড়লো অভিনেত্রীর মৃত্যু সংবাদ। দিন কয়েক আগে, সমাজমাধ্যমে একটা পোস্ট ছড়িয়ে পড়ে। সেখানে দাবি করা হয়, পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে কাজল আগরওয়ালের। ভাইরাল হয়ে যায় এই সংবাদ। তারপর থেকেই শোকজ্ঞাপনের ঢল! প্রায় উপচে পড়ছে শোকবার্তা। শেষে প্রায় বিরক্ত হয়ে, নিজেই নিজের বেঁচে থাকার খবর দিলেন অভিনেত্রী। সম্প্রতি কাজল সমাজমাধ্যমের পাতায় লেখেন, আমাকে নিয়ে একটা ভিত্তিহীন খবর রটেছে যে, আমার নাকি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে! সত্যি বলতে কী, ব্যাপারটা ভীষণ মজার। কারণ, এটা সম্পূর্ণ মিথ্যা। আপনাদের সকলকে আশ্বস্ত করে বলছি যে, ঈশ্বরের কৃপায় আমি পুরোপুরি ভালো রয়েছি। নিরাপদে রয়েছি। সকলের কাছে আর্জি, এই ধরনের গুজবে কান দেবেন না। সবসময় ইতিবাচক থাকুন। বছর দুই হলো, মা হয়েছেন কাজল। আপাতত অভিনয় থেকে দূরেই রয়েছেন তিনি। খুব শিগগিরই বড় পর্দায় ফিরবেন অভিনেত্রী। এরইমধ্যে বেশ কিছু নতুন ছবির প্রস্তাব গেছে তার কাছে। সেদিক থেকেই যেকোনো একটি ছবির মাধ্যমে তার প্রত্যাবর্তন এ বছরই হবে বলে জানিয়েছেন তিনি।