৮ই সেপ্টেম্বর প্রকাশ হয়েছে শাহরুখপুত্র আরিয়ান খানের প্রথম সিরিজ ‘দ্য ব্যাড্স অব বলিউড’-এর ট্রেলার। ট্রেলারে দেখা গেল আমির খানকে। শেষের দিকে এসে চমকে দেন শাহরুখ খান। এর আগে সিরিজটির প্রিভিউতে এক ঝলক দেখা গিয়েছিল সালমান খানকে। এবার ট্রেলারের মধ্যদিয়ে জানা গেল যে, এই এক সিনেমায় তিন খান আসছেন একসঙ্গে পর্দায়।