নব্বই দশকের সোনালি সংগীত অধ্যায়ের একজন রচয়িতা বাপ্পা মজুমদার। প্রয়াত সঞ্জীব চৌধুরীর সঙ্গে একাত্ম হয়ে নব্বই দশকের মাঝামাঝি সময়ে ‘দলছুট’ ব্যান্ডের মাধ্যমে মিউজিক ইন্ডাস্ট্রিতে দীপ্ত পদচারণা শুরু হয় তার। ১৯৯৭ সালে দলছুটের প্রথম অ্যালবাম ‘আহ্’ প্রকাশের পর দারুণভাবে গ্রহণ করেন শ্রোতারা। প্রথম অ্যালবাম দিয়েই জনপ্রিয় ব্যান্ড হয়ে ওঠে ‘দলছুট’। শুরুর সময়ের সেই সব স্মৃতি মনে করে নস্টালজিক হয়ে পড়েন বাপ্পা। আজিজ সুপার মার্কেটের আড্ডায় সঞ্জীব চৌধুরীর সঙ্গে গানের ভাবনাগুলো শেয়ার করা, একেকটা গান তৈরিতে রাত ভোর হয়ে যাওয়া, গানের লিরিক ও সুর নিয়ে চুলচেরা বিশ্লেষণ, প্রথম রেকর্ডিংয়ের উত্তেজনা, কনসার্টের নানা রকম অভিজ্ঞতা, ভক্তদের পাগলামি প্রায়শই নাড়া দিয়ে যায় স্মৃতির দরজায়। সেই সব স্মৃতিকথা দর্শকদের সঙ্গে ভাগাভাগি করতে মাছরাঙা টেলিভিশনের ‘নাইনটিজ মিউজিক স্টোরি’ অনুষ্ঠানে আসছেন জনপ্রিয় এই শিল্পী। আজ রাত ১২টায় প্রচার হবে অনুষ্ঠানটি। নব্বই দশকের ব্যান্ডসংগীতের উন্মাতাল জোয়ারের দিনগুলোর কথা বলতে গিয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন বাপ্পা মজুমদার। সেই সময়ের একজন শিল্পী হিসেবে নিজেকে ভাগ্যবান মনে করেন তিনি। রিয়াদ শিমুলের গ্রন্থনায় অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন এস এম হুমায়ুন কবির।