ফোবানার মঞ্চে বিশেষ আকর্ষণ জায়েদ খান!

ফোবানার মঞ্চে বিশেষ আকর্ষণ জায়েদ খান!

দেশটির মন্ট্রিয়েলে ফোবানা সম্মেলনটি অনুষ্ঠিত হবে আগামী ২৯-৩১ আগস্ট। তিন দিনব্যাপী সম্মেলনে ৩১ আগস্ট জায়েদ খান পারফর্ম করবেন। এর আগে জায়েদ বিভিন্ন দেশে পারফর্ম করে দর্শক মাতিয়েছেন। এবার এই আসরে তার পরিবেশনা থাকছে বিশেষ আকর্ষণ হিসেবে।

কানাডার বাঙালি অধ্যুষিত মন্ট্রিয়েলে প্রথমবারের মতো পারফর্ম প্রসঙ্গে জায়েদ বলেন, ফোবানা সম্মেলন একটি বড় আয়োজন। এটা খুবই সম্মানজনক একটি অনুষ্ঠান। আমি সম্মানিতবোধ করছি যে, আমি এখানে পারফর্ম করতে পারব।

এখানে আরও অনেক নামকরা শিল্পী পারফর্ম করবেন। জায়েদ খান আশা করছেন, তার উপস্থিতিতে অনুষ্ঠানটি সাফল্য মণ্ডিত হবে।

উত্তর আমেরিকায় বাংলাদেশিদের সবচেয়ে বড় সংগঠন ‘ফোবানা’ (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) সম্মেলনের সব প্রস্তুতি চূড়ান্ত হয়েছে বলে জানান আয়োজকরা।

এক বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন জায়েদ খান। সেখানে যুক্তরাষ্ট্র ও কানাডায় বসবাসরত বাঙালীদের বিভিন্ন আয়োজনে তিনি পারফর্ম করছেন।

সেইসাথে শুরু করেছেন নিউ ইয়র্ক থেকে প্রকাশিত সংবাদমাধ্যম ‘ঠিকানা’-তে সেলেব্রেটিদের নিয়ে আয়োজিত শো ‘ফ্রাই ডে নাইট উইথ জায়েদ খান’। যেখানে জায়েদ খান নিজেই সঞ্চালক হয়ে বাংলাদেশ থেকে যাওয়া বিভিন্ন তারকাদের নিয়ে এই শো-টি করছেন।