প্রথমবার ঢাকা সফরে হানিয়া আমির

প্রথমবার ঢাকা সফরে হানিয়া আমির

হাল সময়ের পাকিস্তানের বিনোদন জগতের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। তার অভিনয় ও সৌন্দর্যের খ্যাতি রয়েছে বাংলাদেশেও। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে বেশ ক্রেজ রয়েছে তার। এবার ‘সানসিল্ক বাংলাদেশ’র আমন্ত্রণে প্রথমবারের মতো ঢাকায় আসছেন এই তারকা। এই সফরে বেশ কয়েকদিন ঢাকায় থাকবেন তিনি। অল্প সময়েই টেলিভিশন নাটক, চলচ্চিত্র ও ওয়েব কনটেন্টে অভিনয়ের মাধ্যমে হানিয়া হয়ে উঠেছেন দক্ষিণ এশিয়ার বিনোদন দুনিয়ার উজ্জ্বল নক্ষত্র। ২০১৬ সালে ‘জনান’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেকের পর তিনি ধারাবাহিকভাবে দর্শকদের মুগ্ধ করেছেন ‘মেরে হামসাফার’, ‘ফেরি টেল’, ‘দিলরুবা’, ‘আনা’, ‘কাভি মে কাভি তুম’- এর মতো জনপ্রিয় নাটকে অভিনয় করে। অভিনয়ের বাইরে নিজের মিষ্টি হাসি ও ব্যক্তিত্ব দিয়ে অগণিত ভক্তদের প্রিয় হয়ে উঠেছেন হানিয়া। পাকিস্তানে সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দীর্ঘ সময় ধরে কাজ করছেন হানিয়া আমির। সানসিল্ক সম্প্রতি বাজারে এনেছে নতুন ব্ল্যাক শাইন ফর্মুলা; যা ভিটামিন ‘সি’ ও ‘ই’র গুণে দেয় ঝলমলে গ্লাস শাইন। এই বিশেষ মুহূর্তকে স্মরণীয় করে তুলতে এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করতে প্রথমবারের মতো ঢাকায় আসবেন হানিয়া আমির। এবারের সফরে তিনি কাজ করবেন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সানসিল্কের ইভেন্টেও থাকছে তার পক্ষ থেকে বিশেষ চমক।