রাজের হাত ধরে নাটকে ফিরছে পারিবারিক আবেগ

রাজের হাত ধরে নাটকে ফিরছে পারিবারিক আবেগ

পারিবারিক গল্পের নাটক হওয়াতে সেগুলোতে মা-বাবাসহ অনেক চরিত্রের দেখা মিলতো। কিন্তু বর্তমান সময়ে নাটকগুলো নায়ক-নায়িকা নির্ভর! তাই নাটকের দর্শকরা প্রায়ই আক্ষেপের সুরে বলে থাকেন, পারিবারিক গল্পের নাটকের যেন আকাল পড়েছে!

সাম্প্রতিক যেসব সিরিয়াল প্রচার হয় সেখানেও উপেক্ষিত থাকে পারিবারিক আবেগের গল্প। গেল এক দশকে বছরে যেসব নির্মাতা পারিবারিক গল্প দর্শকদের দেখিয়ে সুনাম অর্জন করেছেন তাদেরই একজন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।

তার নির্মাণে পারিবারিক গল্পের সিরিয়াল ‘ফ্যামিলি ক্রাইসিস’ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। নতুন খবর হচ্ছে, আবারও রাজ পারিবারিক গল্পে নতুন সিরিয়াল নির্মাণ করতে যাচ্ছেন। যার নাম ‘এটা আমাদেরই গল্প’। নির্মাতা জানান, শিগগির নাটকটির শুটিং শুরু হতে যাচ্ছে।

বুধবার সন্ধ্যায় নিজের পেইজে এক পোস্ট দিয়েছেন, অনেকদিন পর আবার এক পরিচিত আবেগে একটি নতুন পারিবারিক সিরিজের শুটিং শুরু করছি খুব শিগগিরই। এটা শুধু আমার নয় আপনার, আমাদের সবার গল্প। তাই নামটা রেখেছি ‘এটা আমাদেরই গল্প’।

এতে কারা অভিনয় করবেন সেটি জানাননি মোস্তফা কামাল রাজ। শুধু বলেন, পরিবারের প্রতি আমাদের প্রত্যেকের আলাদা ইমোশন রয়েছে। পরিবারের সুখ-দুঃখ এবং ঘটে যাওয়া ঘটনা নিয়ে নির্মিত আমার পারিবারিক গল্পের সিরিয়ালগুলো দর্শকরা প্রতিবারই গ্রহণ করেছেন। আশা করছি, এবারও তার ব্যতিক্রম হবে না।

অনেকদিন ধরে এই সিরিয়ালটির গল্প নিয়ে কাজ করছি। শুটিংয়ের আগে এক সংবাদ করে বিস্তারিত জানাবো। টিভির পাশাপাশি ‘আমাদেরই গল্প’ সিনেমাওয়ালার ইউটিউবে দর্শকরা দেখতে পাবেন।