বিশেষ সম্মাননা পেয়ে শাকিব বললেন ‘এই অর্জন একার নয়’

বিশেষ সম্মাননা পেয়ে শাকিব বললেন ‘এই অর্জন একার নয়’

সেই সঙ্গে প্রায় দুই দশক ধরে বাংলা চলচ্চিত্রে একচ্ছত্র আধিপত্য প্রতিষ্ঠা করেছেন। চলচ্চিত্র সংশ্লিষ্টরা বলে থাকেন, দেশের ম্যাস অডিয়ান্স এখনও সিনেমা হলে ভিড় জমায় শাকিবের সিনেমা মুক্তি পেলে। শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, শাকিবের দাপট এখন দেশের সিঙ্গেলের পাশাপাশি সিনেপ্লেক্সেও।

দীর্ঘ ক্যারিয়ারে শাকিবের অর্জন ও শ্রম কম নয়। এ কারণে গেলো মে-তে মেরিল-প্রথম আলো পুরস্কারের ২৬তম আসরে তাকে চলচ্চিত্রে অবদানের স্বীকৃতি হিসেবে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এবার দেশের শীর্ষ জাতীয় ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার থেকেও ‘ব্লেন্ডার চয়েজ ডেইলি স্টার ওটিটি এন্ড কনটেন্ট অ্যাওয়ার্ডস’-এর আসরে চলচ্চিত্রে অসামান্য অবদান রাখার জন্য শাকিবকে বিশেষ সম্মাননা দেয়া হয়েছে।

অনুষ্ঠানে শাকিবের বর্ণীল ক্যারিয়ারের উপর ভিত্তি করে তৈরি করা একটি এভিতে বলা হয়েছে, ২০০৫ সালের “আমার স্বপ্ন তুমি”র মুক্তির পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি শাকিবকে। এই চলচ্চিত্র দিয়ে বাংলা সিনেমায় নিজের অবস্থান মজবুত করে তোলেন তিনি।

আরও বলা হয় ২০০৬ সালে “কোটি টাকার কাবিন” সিনেমার মাধ্যমে মেগাহিট সিনেমা উপহার দিয়েছিলেন শাকিব খান। এরপর তার অভিনীত চাচ্চু, আমার প্রাণের স্বামী, কথা দাও সাথী হবে সিনেমাগুলো দেশব্যাপী রমরমিয়ে চলেছিল এবং দর্শকনন্দিত হয়েছিল।

২০০৭ সালেই তার নামের আগে ”সুপারস্টার” তকমা যোগ হয়। ২০০৮ সালে নতুন রেকর্ড গড়ে “প্রিয়া আমার প্রিয়া” দিয়ে। মুক্তির পরপরই সিনেমাটি শুধু সর্বোচ্চ আয় করা চলচ্চিত্র হয়ে দাঁড়ায়নি, প্রেক্ষাগৃহে চলেছিল মাসের পর মাস।

তিনি নিজেও সবাইকে ছাড়িয়ে বাংলাদেশি সিনেমায় সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত চিত্রতারকা হয়ে ওঠেন তখনই। করোনা পরবর্তী “প্রিয়তমা”, ”রাজকুমার” “তুফান, বরবাদ” সিনেমাগুলো দিয়ে বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিন থেকে মাল্টিপ্লেক্স সবখানেই তার দাপট অব্যাহত রেখেছেন।

আরও বলা হয়, নব্বইয়ের দশকের শেষসময় থেকে ধারাবাহিকভাবে শাকিব খান বাংলাদেশের সিনেমাপ্রেমীদের মন ছুঁয়ে যাচ্ছেন। বিগত কয়েক বছর ধরে তার সিনেমাগুলো নর্থ আমেরিকা, অস্ট্রেলিয়া, ইতালি, মধ্যপ্রাচ্য, মালয়েশিয়া সবখানেই উৎসব আমেজে উপভোগ করেন প্রবাসীরা।

এই আয়োজনে স্বশরীরে উপস্থিত থেকে ডেইলি স্টারের পক্ষ থেকে বিশেষ সম্মাননা গ্রহণের করতে পারেননি শাকিব খান। যুক্তরাষ্ট্র থেকে পাঠানো এক ভিডিও বার্তায় তিনি জানান, জরুরী কাজে আটকে পড়ায় তিনি উপস্থিতি থাকতে পারেননি। তার এই অর্জন শুধু একার নয়, তার অগণিত ভক্ত, শাকিবিয়ানরা এই সাফল্যের সঙ্গী। পাশাপাশি তিনি ভিডিও বার্তায়, ডেইলি স্টারকে তাকে বিশেষ সম্মাননা দেয়ার জন্য ধন্যবাদ জানান।