রাজধানীর জাতীয় নাট্যশালার মূল মঞ্চে আজ সন্ধ্যা ৭টায় গ্রন্থিক নাট্যগোষ্ঠীর ১০ম প্রযোজনা মতিউর রহমান রানা রচিত ও নির্দেশিত ‘গগনে গর্জিছে’ নাটকের দ্বিতীয় প্রদর্শনী অনুষ্ঠিত হবে। নাটকটিতে অভিনয় করেছেন- মাসুম, নাসরিন সুলতানা, মো. মাসুদুর রহমান, টুটুল আহমেদ রুদ্র, আজমেরী আজমি জ্যোতি, কামরুল আহসান চন্দন, আরিয়ান আবির, এডভোকেট দেওয়ান হুমায়ুন কবীর রিপন, তানিশা ইসলাম সানা প্রমুখ।