নিজের অবস্থানে বরাবরই অনড় স্বস্তিকা মুখার্জি। বুড়ি হয়ে যাচ্ছে, সাদা চুল দেখা যাচ্ছে- নিন্দুকের এমন সব কথার কড়া জবাব দিলেন তিনি। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় খোলামেলা একাধিক ছবি পোস্ট করে স্বস্তিকা লেখেন, আমি ৪৪ বছর বয়সেও ভীষণ হট! জেঠু মার্কা কিছু লোকজন এসে আমাকে বলে, আমার বয়স হয়ে গিয়েছে। আরে মশাই, যারা কচিতে নির্লজ্জ, তারা বুড়ি হয়েও তো নির্লজ্জই থাকবে।