করণ জোহর,ছবি: Instagram

বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না ছবি, ভিডিয়ো, কণ্ঠস্বর— আদালতে বড় স্বস্তি করণের

বিনা অনুমতিতে ব্যবহার করা যাবে না করণ জোহরের নাম ও কণ্ঠস্বর। দিনকয়েক আগেই দিল্লি আদালতের দ্বারস্থ হয়েছিলেন পরিচালক। এ বার সেই মামলায় বড় স্বস্তি পরিচালকের। অনুমতি ছাড়াই বিভিন্ন জায়গায় নাম ও ছবি ব্যবহারের অভিযোগ তুলেছিলেন করণ। আদালতের নির্দেশ অনুসারে, এ বার থেকে করণ জোহরের ‘ব্যক্তিগত অধিকার’ সুরক্ষিত থাকবে।

Karan Johar Court

একইসঙ্গে গুগল, মেটা, এক্স-এর মতো কোম্পানিগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে আপত্তিকর যা কিছু পোস্ট করা হয়েছে, সেগুলো যেন দ্রুত সরিয়ে ফেলা হয়। প্রসঙ্গত, সম্প্রতি ঐশ্বর্যা রাই বচ্চন এবং অভিষেক বচ্চনও একই ভাবে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। আদালতের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে ভবিষ্যতে তাঁদের অনুমতি ছাড়া নাম কিংবা ছবি ব্যবহার করলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তারকাদের ব্যক্তি অধিকার লঙ্ঘিত কিংবা ভাবমূর্তি নষ্ট হয় এমন কোনও কাজই করা যাবে না। একইসঙ্গে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করে ছবি বিকৃত করাকেও অপরাধ বলে গণ্য করা হবে বলে জানান হয়।

Karan Johar Court

বর্তমানে গ্ল্যামার দুনিয়ার বহু তারকাকে নিয়েই ডিপফেক ভিডিয়ো ও ছবি তৈরি করা হচ্ছে। এমনকী কণ্ঠস্বরও ছড়িয়ে দেওয়া হচ্ছে চারিদিকে। যা তাঁদের পরবর্তীতে কোনও সমস্যায় পড়তে না হয়, তাই আদালতের দ্বারস্থ তারকারা। যাতে কোনও ভাবে তাঁদের ভাবমূর্তি নষ্ট না হয়, তাই আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ভবিষ্যতে যাতে এমন অনভিপ্রেত অভিজ্ঞতার সম্মুখীন হতে না হয়, যে কারণেই আদালতে আবেদন জানিয়েছেন প্রযোজক-পরিচালক।