সোয়াইবুর রহমান রাসেল পরিচালিত এই সিনেমাটি দেশের ২৬টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছেন।
২০১৭ সালে শুটিং শুরু হয়ে ২০১৯ সালের শেষের দিকে শেষ হয়েছিল ‘নন্দিনী’ সিনেমার শুটিং। এরপর করোনা মহামারী ও প্রযোজকের অসুস্থতায় সিনেমার বাকি কাজ থেমে যায়। সবকিছু কাটিয়ে ২০২৩ সালে প্রেক্ষাগৃহে মুক্তির জন্য তৎকালীন সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পায় সিনেমাটি।
২০২৪ সালের ২ আগস্ট মুক্তির কথা ছিল সিনেমাটির। কিন্তু তখন ছাত্র জনতার আন্দোলন ঘিরে দেশের উত্তাল পরিস্থিতির জন্য পেছানো হয় মুক্তি। অবশেষে নানা চড়াই-উতরাই পেরিয়ে শুক্রবার মুক্তি পেল সিনেমাটি।
পরিতোষ বাড়ৈর ‘নরক নন্দিনী’ উপন্যাস অবলম্বনে নির্মিত হয়েছে ‘নন্দিনী’। সিনেমার প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন পশ্চিমবঙ্গের ইন্দ্রনীল সেনগুপ্ত ও ঢাকার নাজিরা মৌ। নিয়তির যুদ্ধে হার না-মানা এক সংগ্রামী নারীর গল্প নিয়ে গড়ে উঠেছে নন্দিনীর কাহিনি।
সেই নারীর চরিত্রে দেখা যাবে নাজিরা মৌকে। আর ইন্দ্রনীল অভিনয় করেছেন সাংবাদিকের চরিত্রে। আরও আছেন ফজলুর রহমান বাবু, সাঈদ বাবু, ইরেশ যাকের, মুনিরা ইউসুফ মেমী, জয়শ্রী কর জয়া, ইলোরা গহর প্রমুখ। এই সিনেমার পাঁচটি গানের মধ্যে চারটি গানই লিখেছেন জাহিদ আকবর।