ছবি: সংগৃহীত

আমির খানের ‘অবৈধ সন্তানের’ সন্তানের মা ও প্রেমিকা দাবি করা কে এই জেসিকা?

শুধু রিনা দত্ত, কিরণ রাও ও গৌরী স্প্র্যাট নন। প্রকাশ্যে এলো আমির খানের আরও এক প্রেমিকার কথা। চাউর হয়েছে, রিনা দত্তের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর জেসিকা হাইন্সের সঙ্গে সম্পর্কে ছিলেন মিস্টার পারফেক্টশনিস্ট। এমনকি তাদের একটি সন্তানও রয়েছে। চাঞ্চল্যকর এ দাবি করেছেন খোদ আমিরের ছোট ভাই ফয়সাল খান। এতে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে বলিউড সুপারস্টারের জীবনে।

কে এই জেসিকা হাইন্স? জানা গেছে, পেশায় তিনি সাংবাদিক। ‘বিগ বি: বলিউড’, ‘বচ্চন অ্যান্ড মি’-সহ বেশ কিছু বই লিখেছেন জেসিকা। অমিতাভ বচ্চনের চোখ দিয়ে খ্যাতি ও জনপ্রিয়তা এসব বইয়ে তুলে ধরেছেন তিনি।

বছরের পর বছর ধরে ভারতীয় ছবি ও সংস্কৃতি নিয়ে গবেষণা ও লেখালিখি করেছেন জেসিকা। চলচ্চিত্রজগতে কী কী হচ্ছে, তা নিয়ে দীর্ঘ পর্যবেক্ষণ তার। ১৯৯০ থেকে ২০০০ সালের মধ্যে বেশ কয়েকবার তার নাম সংবাদ শিরোনামে উঠে এসেছিল। সেসময়েও আমিরের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা গিয়েছিল। ১৯৯৮ সালে ‘গুলাম’ ছবির শুটিংয়ে তাদের দেখা। সেখান থেকেই ঘনিষ্ঠতা তৈরি হয়।

তখন খবর ছড়ায়, জেসিকা ও আমিরের একটি সন্তান রয়েছে। সেই সন্তানের নাম হলো জান। প্রথমে আমির গর্ভপাত করাতে বলেছিলেন জেসিকাকে। কিন্তু তিনি রাজি হননি। লন্ডনে সেই সন্তানকে বড় করে তোলেন জেসিকা। যদিও এই সম্পর্ক নিয়ে তারা কেউই কখনও সংবাদমাধ্যমকে বিবৃতি দেননি।

এই পুরনো গুঞ্জনই ফের উস্কে দিয়েছেন আমিরের ভাই ফয়সাল। জেসিকার সঙ্গে সম্পর্ক ভাঙার পরেই কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন আমির।