প্রিয়াঙ্কা চোপড়া।

মানসিক চাপ সামলাতে না পেরে ১৮ বছর বয়সেই আত্মহত্যা করতে গিয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া

আজ আমরা যাঁর কথা বলছি, তিনি শুধুমাত্র বলিউডের শীর্ষ অভিনেত্রীদের একজন নন— তিনি এখন আন্তর্জাতিক তারকা। তাঁর অভিনয় যাত্রা শুরু হয়েছিল দক্ষিণী ভারতীয় চলচ্চিত্রের হাত ধরে। সেখান থেকে বলিউডে নিজের জায়গা তৈরি করা এবং ধীরে ধীরে প্রতিষ্ঠিত অভিনেত্রী হয়ে ওঠার লড়াইটা সহজ ছিল না। এরপর বলিউডের সীমা টপকে তিনি এখন হলিউডেও নিজের একটি জায়গা তৈরি করেছেন। সেখানেও নিজের প্রতিভা ও ব্যক্তিত্বের ছাপ রেখেছেন। তিনি আর কেউ নন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়া, যিনি এখন গ্লোবাল আইকন। বিশ্বমঞ্চে ভারতীয় প্রতিনিধিত্বের এক উজ্জ্বল মুখ।

সাফল্যের পেছনের সংগ্রাম

প্রিয়াঙ্কার এই জায়গায় পৌঁছানোর লড়াইটা সহজ ছিল না। তাঁর যাত্রাপথে এসেছে বহু চ্যালেঞ্জ। গায়ের রং নিয়ে কটাক্ষ, কেরিয়ারের শুরুতে অবহেলা— বলিউড হোক বা হলিউড, তাঁকে বারবার প্রমাণ করতে হয়েছে নিজের যোগ্যতা। তবে তিনি টিনএজ় লাইফেই তিনি এতটা মানসিক চাপে ছিলেন, মাত্র ১৮ বছর বয়সে আত্মহত্যার কথা ভেবেছিলেন। এই হৃদয়বিদারক তথ্য প্রকাশ করেছেন তাঁর প্রাক্তন ম্যানেজার। তবু, সব বাধা পেরিয়ে প্রিয়াঙ্কা আজ এক অনুপ্রেরণা— যাঁর গল্প শুধু সাফল্যের নয়, সাহস, আত্মবিশ্বাস এবং অদম্য মানসিক শক্তির প্রতিচ্ছবি।

Priyanka Chopra tried committing suicide

আত্মহত্যার কথা একাধিক বার ভেবেছিলেন ‘দেশি গার্ল’

অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে কয়েক বছর আগে দাবি করেন তাঁর প্রাক্তন ম্যানেজার প্রকাশ জাজু। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছিলেন, ‘আজ যিনি এতটা শক্তিশালী, সেই প্রিয়াঙ্কা অতীতে ২-৩ বার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আমি কোনও ভাবে তাঁকে থামিয়েছিলাম।’ প্রকাশ আরও জানিয়েছিলেন, প্রিয়াঙ্কার প্রাক্তন প্রেমিক অসীম মার্চেন্টের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের কারণে এই পরিস্থিতি তৈরি হয়েছিল। তাঁর দাবি, ‘প্রেমিকের সঙ্গে ঝগড়ার পর প্রিয়াঙ্কা প্রায় রাতেই আমাকে ফোন করে উদ্বেগ প্রকাশ করতেন।’

নিউজ১৮-এর একটি প্রতিবেদন অনুযায়ী, চলচ্চিত্রে অভিষেকের সময়ে অসীম মার্চেন্টের সঙ্গে সম্পর্কে ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া। পরে তাঁদের বিচ্ছেদ ঘটে। প্রকাশ জানিয়েছিলেন, ‘ওঁদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। একবার ঝগড়ার পর, প্রিয়াঙ্কা গাড়ি চালিয়ে মুম্বইয়ের ভাসাই এলাকায় আত্মহত্যার উদ্দেশ্যে চলে গিয়েছিলেন।’

Priyanka Chopra tried committing suicide

এই প্রসঙ্গে অভিনেত্রী সরাসরি কিছু বলেননি, তবে প্রকাশের বিরুদ্ধে গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে মামলা করেছিলেন তাঁর বাবা অশোক চোপড়া। মামলার ফলে প্রকাশকে কয়েক রাত জেলে কাটাতে হয়। পরে এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা বলেন, ‘যে ব্যক্তি আমাকে হয়রানি করার কারণে জেলে গিয়েছেন, তাঁর কথায় কীভাবে বিশ্বাস করা যায়?’