সম্পত্তি নিয়ে কাপুর পরিবারে অশান্তি তুঙ্গে!

সম্পত্তি নিয়ে কাপুর পরিবারে অশান্তি তুঙ্গে!

বলিউড অভিনেত্রী কারিশমা কাপুরের সাবেক স্বামী ও প্রয়াত শিল্পপতি সঞ্জয় কাপুরের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তি বাটোয়ারা নিয়ে অশান্তি এখনও চরমে। শিল্পপতির প্রাক্তন স্ত্রী কারিশমা কাপুর ও বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের মধ্যে তার সম্পত্তি নিয়ে চলছে নানান টানাপড়ন।

শিল্পপতির সম্পত্তি কে পাবে, তা নিয়ে ইতোমধ্যেই শুরু হয়েছে আইনি জটিলতা। বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করার অভিযোগে ইতোপূর্বেই সঞ্জয়ের স্ত্রী প্রিয়ার বিরুদ্ধে আদালতে আবেদন জানিয়েছিলেন কারিশমা-সঞ্জয়ের দুই ছেলে মেয়ে সামাইরা কাপুর এবং কিয়ান কাপুর। তবে এবার নতুন এক দাবি করলেন প্রিয়া।

সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির মধ্যে কারিশমার দুই সন্তান সামাইরা ও কিয়ানকে দেওয়া হয়েছে ১৯০০ কোটি টাকা, এমনই দাবি করেছেন প্রিয়ার আইনজীবী। যদিও কারিশমার সন্তানদের দাবি, তারা বাবার সম্পত্তির ছিটেফোঁটাও পায়নি। শুধু তা-ই নয়, বর্তমান পুত্রবধূকে নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে সঞ্জয়ের মায়েরও।

সম্প্রতি প্রিয়া দিল্লি আদালতে জানান, তিনি কারিশমার সন্তানদের প্রতি যাবতীয় দায়িত্ব পালন করেছেন, যেটা এতদিন সঞ্জয় করতেন। তিনি জানান, কারিশমার সন্তানদের কলেজের ফি দেওয়া থেকে যাবতীয় খরচ তিনি বহন করছেন।

অন্যদিকে, সঞ্জয়ের মায়ের অভিযোগ প্রিয়া নাকি তার ছেলের সম্পত্তি কেড়ে নিয়েছেন। তাদের একটা পয়সা পর্যন্ত দেননি বলে অভিযোগ শিল্পপতির মায়ের। সেই সঙ্গে সঞ্জয়ের সব সম্পত্তি বিদেশে স্থানান্তরিত করে দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি।

সেই প্রেক্ষিতে প্রিয়া জানান, তিনি শাশুড়ির দেখভালের জন্য মাসিক ২১ লক্ষ টাকা দিচ্ছেন। সঞ্জয় বেঁচে থাকাকালীন যে টাকা দিতেন, সেটাই এখনও দিচ্ছেন প্রিয়া, দাবি তার।