ভাল্লুকের আক্রমণে আহত গায়িকা কেমন আছেন?

ভাল্লুকের আক্রমণে আহত গায়িকা কেমন আছেন?

পাকিস্তানি গণমাধ্যম ডন জানিয়েছে, গায়িকা কুরাতুলআইন বালুচ ‘কিউবি’ নামেও পরিচিত। গত বৃহস্পতিবার রাতে দিওসাই ন্যাশনাল পার্কে ক্যাম্পিং করার সময় বিরল প্রজাতির ব্রাউন ভাল্লুকের আক্রমণে আহত হন এই গায়িকা। এ ঘটনার পর কর্তৃপক্ষ দিওসাই এলাকায় ক্যাম্পিং নিষিদ্ধ ঘোষণা করেছে।

ভালুকের হামলার শিকার হলেও বর্তমানে তিনি আশঙ্কামুক্ত আছেন বলে শনিবার তার টিম সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, বালুচ সম্প্রতি বালতিস্তানের দূরবর্তী গ্রামগুলোতে বন্যাদুর্গতদের সহায়তা কার্যক্রমে অংশ নিচ্ছিলেন কমপ্রিহেনসিভ ডিজাস্টার রেসপন্স সার্ভিসেস (CDRS)-এর সঙ্গে।

৪ সেপ্টেম্বর রাতের দিকে তাকে ঘুমন্ত অবস্থায় তাঁবুর ভেতর একটি বাদামী ভালুক আক্রমণ করে। তবে সিডিআরএস টিম দ্রুত ভালুকটিকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। কুরাতুলআইনকে সঙ্গে সঙ্গেই নিকটবর্তী চিকিৎসাকেন্দ্রে নেওয়া হয়।

ডাক্তাররা জানিয়েছেন, তার অবস্থা এখন স্থিতিশীল। কোনো হাড় ভাঙেনি, তিনি ধীরে ধীরে আঘাত থেকে সেরে উঠছেন। এখন তার বিশ্রাম ও ব্যক্তিগত সময়ের প্রয়োজন।

সরকারের মুখপাত্র ফয়জুল্লাহ ফারাক এক বিবৃতিতে বলেন, “ভবিষ্যতে কোনো পর্যটক বা ভ্রমণকারী রাতের বেলায় পার্কে ক্যাম্পিং করতে পারবেন না। এ ঘটনার তদন্ত করছে পুলিশ।”

বিরল ব্রাউন ভাল্লুক দিওসাই অঞ্চলের স্থানীয় প্রজাতি, খাদ্যের সন্ধানে প্রায়ই বারা পানি এলাকায় চলে আসে বলে জানা গিয়েছে। -টেলিগ্রাফ ইন্ডিয়া