সাবার পাল্টা জবাব

সাবার পাল্টা জবাব

কয়েক বছর ধরে গায়িকা, বাচিকশিল্পী ও অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে সম্পর্কে রয়েছেন হৃতিক রোশন। অনেকেই বলছেন, সাবার কাজ করার দরকার নেই। এই কথার পাল্টা জবাবে সাবা বললেন, গত এক দশক ধরে যে কাজ করে নিজের বাড়ি ভাড়া ও অন্ন সংস্থান করেছি, এখন সেই কাজ পেতেই কষ্ট হচ্ছে। কোনো খ্যাতনামা মানুষের প্রেমিকা মানেই তার নিজস্ব উপার্জনের প্রয়োজন নেই, এমন মানসিকতা থেকে কবে নিষ্কৃতি পাবো আমরা!