গত বছরের মে মাসে ‘জলি এলএলবি-৩’ ছবির শুটিং শুরুর গোড়া থেকেই মামলা-মোকদ্দমার মুখে পড়েছিলেন অক্ষয় কুমার। এবার টিজার রিলিজের পরও আইনি জটিলতার পুনরাবৃত্তি ঘটে। দেশের বিচারব্যবস্থাকে খাটো করে দেখানোর অভিযোগ উঠলো অক্ষয়ের এ ছবির বিরুদ্ধে। আইনজীবী ওয়াজেদ রহিম খানের অভিযোগ, এতে ভারতের বিচারব্যবস্থাকে অপমান করা হয়েছে। সে কারণেই অক্ষয় কুমার ও আরশাদ ওয়ারসির কাছে আদালতের তরফে সমন গেছে।