ভারতের জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। অভিনেতা বিজয় ভার্মার সঙ্গে সম্পর্কে আবদ্ধ ছিলেন তিনি। কিন্তু সে সম্পর্ক স্থায়ী হয়নি। বিচ্ছেদ হয়ে যায় তাদের। বিজয় এবং তামান্না- কেউই তাদের বিচ্ছেদ নিয়ে টু শব্দও করেননি। কেউ কাউকে দোষারোপও করেননি। কেবল নিঃশব্দে বিচ্ছিন্ন হয়ে গেছেন। এরইমধ্যে তামান্না পরোক্ষভাবে তার ও বিজয়ের প্রেম ভাঙায় সিলমোহর দিলেন। এর পাশাপাশি তিনি যে নতুন করে প্রেম খুঁজছেন, সেই ইঙ্গিতও দিলেন। জানা গেছে, বিয়ে নিয়ে সমস্যা বেধেছিল বিজয় ও তামান্নার মধ্যে। অভিনেত্রী বিয়ে করে থিতু হতে চেয়েছিলেন। কিন্তু বিজয় নাকি রাজি ছিলেন না। বিচ্ছেদের পর অভিনেতার নতুন সম্পর্ক নিয়েও জল্পনা হয়েছে। কিন্তু বিচ্ছেদযন্ত্রণা সামলে উঠতে নাকি রীতিমতো বেগ পেতে হচ্ছে তামান্নাকে। তবে, ভালোবাসার ওপর আস্থা হারাননি অভিনেত্রী। সম্প্রতি এক সাক্ষাৎকারে তামান্না বলেন, আমি দুর্দান্ত জীবনসঙ্গী হতে চাই। নতুন প্রেমের খোঁজেই রয়েছি। তিনি আরও বলেন, আমাকে যাতে উল্টো দিকের মানুষটার মনে হয়, গত জীবনে কতো পুণ্য করেছি বলে ওকে পেলাম। জানি না সেই সুখী পুরুষটি কে হবেন! তবে, আমি আরও ভালো হওয়ার চেষ্টা করছি।