সেই গুঞ্জনের আগুনে জল ঢালতে ঢালতে ‘বিধ্বস্ত’ রাজা। এমন খবরে নিজেই অত্যন্ত বিরক্ত বোধ করছেন। তিনি যে জীবিত, সেই প্রমাণ দিতে দিতে নাজেহাল অভিনেতা।
অভিনেতার অভিযোগ, কোন এক নেটাগরিক সমাজমাধ্যমের পাতায় একটি পোস্ট করে রীতিমতো ঘোষণা করে দেন যে, রাজা মুরাদের মৃত্যু হয়েছে। ওই পোস্টে নাকি অভিনেতার জন্মতারিখের পাশাপাশি ভুয়া ‘মৃত্যুতারিখ’ পর্যন্ত উল্লেখ করা ছিল। সেই সঙ্গে তার প্রতি শ্রদ্ধাজ্ঞাপনও করা হয় পোস্টে।
অভিনেতা বলছেন, “কিছু মানুষের আমার বেঁচে থাকা নিয়ে সমস্যা হচ্ছে, জানি না কেন! আমার মৃত্যুর খবর পোস্ট করে শ্রদ্ধাও জানিয়েছেন। তাদের কথায় আমি বহু বছর ধরে কাজ করেছি, কিন্তু এখন আমাকে মনে রাখার কেউ নেই। আমার জন্মতারিখ ও ভুয়া মৃত্যুতারিখও লেখা রয়েছে পোস্টে। খুব গুরুতর বিষয় এটি।”
পরিজনেদের কাছে এর জবাবদিহি করতে করতে গলা, জিভ, ঠোঁট শুকিয়ে যাচ্ছে রাজার। “এই মিথ্যাটা সর্বত্র রটে গিয়েছে। যিনি এই কাজ করেছেন, তার মানসিকতা খারাপ। খুব ছোট মনের মানুষ তিনি। সেই কারণে এই সমস্ত করে মজা পাচ্ছেন”, বলছেন ‘বিরক্ত’ অভিনেতা।
অভিনেতা নিজেই নিশ্চিত করেছেন যে, তিনি পুলিশে অভিযোগ দায়ের করেছেন। “আমার অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং ওরা এফআইআর দায়ের করবেন। অভিযুক্তকে খুঁজে বের করার আশ্বাস দিয়েছেন। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এগুলো বন্ধ হওয়া উচিত।
শুধু আমি নয়, অনেক তারকাকেই জীবিত অবস্থায় ‘মৃত’ বলে খবর ছড়িয়ে দেওয়া হয়। এটা ভুল, যে এগুলো করছে তার শাস্তি হওয়া উচিত।” হিন্দি, ভোজপুরি ও একাধিক ভাষায় প্রায় ২৫০টিরও বেশি ছবিতে কাজ করেছেন রাজা। – হিন্দুস্থান টাইমস