হলিউডের ‘পার্টি অব দ্য ইয়ার’ হিসেবে পরিচিত গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস। এর ৮৩তম আসর বসবে ২০২৬ সালে। এতে মনোনয়ন তালিকা প্রকাশ হয়েছে। সেখানে চমক দেখিয়েছে টাইটানিক’খ্যাত তারকা অস্কারজয়ী লিওনার্দো ডিক্যাপ্রিওর সিনেমা। সেটি হলো হলিউডে চলতি বছরের সবচেয়ে আলোচিত সিনেমা ‘ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার’।
নয়টি মনোনয়ন নিয়ে প্রথম স্থানে রয়েছে ছবিটি। সেখানে কমেডি ও মিউজিক বিভাগে সেরা অভিনেতা হিসেবে মনোনীত হয়েছেন ডিক্যাপ্রিও নিজেও। ২০১৫ সালের চলচ্চিত্র ‘দ্য রেভেন্যান্ট’ ছবিতে অভিনয়ের জন্য ২০১৬ সালে সেরা অভিনেতার অস্কার পুরস্কার লাভ করেন তিনি। এবার তিনি গোল্ডেন গ্লোব জয়ের সম্ভাব্য তালিকাতেও এগিয়ে আছেন।
দমবন্ধ করা রাজনৈতিক সহিংসতার মধ্য দিয়ে মানুষ জীবনের ব্যঙ্গাত্মক চিত্র তুলে ধরা এই সিনেমা দর্শক এবং সমালোচকদের কাছে সমানভাবে প্রশংসা পেয়েছে। এর পরই রয়েছে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ এবং ‘সিনার্স’ সিনেমা। ছবি দুটো পেয়েছে যথাক্রমে আট এবং সাতটি মনোনয়ন।
নাটকীয় এবং সংগীত/কৌতুক বিভাগে গোল্ডেন গ্লোব পুরস্কার দেওয়া হয়। এসব সিনেমা নিজেদের নিজ নিজ বিভাগের প্রধান পুরস্কারের জন্য প্রতিযোগিতা করবে। ‘ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার’ সেরা সিনেমা হিসেবে সংগীত বা কৌতুক বিভাগের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ‘ব্লু মুন’, ‘বুগোনিয়া’, ‘মার্টি সুপ্রিম’, ‘নো আদার চয়েস’ এবং ‘নুভেল ভ্যাগ’-এর সঙ্গে।
অন্যদিকে ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ এবং ‘সিনার্স’ সেরা ড্রামা বিভাগের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছে ‘ফ্র্যাঙ্কেনস্টাইন’, ‘হ্যামনেট’, ‘ইট ওয়াজ জাস্ট এন অ্যাকসিডেন্ট’ এবং ‘দ্য সিক্রেট এজেন্ট’র সঙ্গে।
টেলিভিশন ধারাবাহিক বিভাগের প্রতিযোগিতা আরও উত্তেজনাপূর্ণ। বিলাসবহুল থাইল্যান্ডের এক রিসোর্টকে কেন্দ্র করে নির্মিত ব্যঙ্গাত্মক সিরিজ ‘হোয়াইট লটাস’ এবং একটানা শটে নির্মিত অপরাধ তদন্তধর্মী সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ যথাক্রমে ছয় এবং পাঁচটি মনোনয়ন নিয়ে এগিয়ে রয়েছে। এরপর রয়েছে ‘ওনলি মার্ডার্স ইন দ্য বিল্ডিং’ এবং ‘সেভারেন্স’। প্রত্যেকটি চারটি মনোনয়ন নিয়ে লড়ছে।