ওমরাহ পালনের উদ্দেশ্যে পবিত্র মক্কা-মদিনায় পৌঁছেছেন চিত্রনায়ক জায়েদ খান। তিনি অনেকদিন ধরেই যুক্তরাষ্ট্রে রয়েছেন। সেখান থেকেই সৌদি আরবে গিয়েছেন এ নায়ক। বিষয়টি তিনি নিজেই ফেসবুক পোস্টের মাধ্যমে নিশ্চিত করেছেন। জায়েদ খান বিমানের একটি ছবি পোস্ট করে লিখেন, পবিত্র ওমরাহ পালনের জন্য আল্লাহর ঘরে রওনা দিয়েছি। আপনাদের সবার কাছে দোয়া প্রার্থনা করছি।