শ্রীলেখাকে বয়কটের দাবিতে দেওয়ালে দেওয়ালে

শ্রীলেখাকে বয়কটের দাবিতে দেওয়ালে দেওয়ালে

ভারতীয় বাংলা সিনেমার এক সময়ের জনপ্রিয় মুখ শ্রীলেখা মিত্র। বর্তমান সময়ের বেশ প্রতিবাদী কণ্ঠস্বর তিনি। শাসক দলের নেতাদের দুর্নীতি, শিক্ষকদের চাকরি বাতিল বা আরজি করের নির্যাতিতার হয়ে পথে নামাসহ বিভিন্ন প্রতিবাদেই সরব থাকতে দেখা গেছে তাকে।

এসব কারণে সমাজের বিশেষ একটা অংশের মানুষের চক্ষুশূল হয়ে উঠেছেন এই অভিনেত্রী। কিছুদিন আগেই শ্রীলেখার বাড়ির আশপাশে কিছু দেওয়ালে পোস্টার লক্ষ করা যায়। যেখানে তাকে সামাজিকভাবে বয়কট করার দাবি তোলা হয়।

বিষয়টি সামাজিকমাধ্যমে পোস্ট করে শ্রীলেখা জানান, তাকে নিয়ে বিভিন্ন কুরুচিকর পোস্ট, বয়কট করার ডাক দেওয়া সেই পোস্টার সরিয়ে ফেলতে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন তিনি।

তবে পুলিশের পক্ষ থেকে কোনো ব্যবস্থা না নেওয়া হলে আদালতের দ্বারস্থ হন শ্রীলেখা। তখন অভিনেত্রীর পাশে দাঁড়ান আদালত। নিরাপত্তা সংক্রান্ত সেই মামলায় আদালত নির্দেশ দিয়েছে, তার বাড়ির সামনের সব পোস্টার সরিয়ে ফেলতে হবে। এছাড়া শ্রীলেখার নিরাপত্তার বিষয় নিশ্চিত করবেন স্থানীয় পুলিশ। আর অভিনেত্রীর বাড়ির আশপাশে কোন বিতর্কিত বা অসম্মানজনক পোস্টার থাকলে তা পুলিশকেই খুলে ফেলতে হবে।

শুধু তাই নয়, সামাজিকমাধ্যমে কোন কুরুচিকর মন্তব্য করা হলে কড়া পদক্ষেপ নিতে হবে পুলিশকে। আগামী ডিসেম্বর মাসে হবে শ্রীলেখার মামলার শুনানি।

উল্লেখ্য, গেল ৯ আগস্ট অভয়ার ন্যায়বিচারের দাবিতে পথে নেমেছিলেন শ্রীলেখা। বছর পেরিয়ে গেলেও সেই বিচার আজও হয়নি। সেসময় প্রতিবাদ মঞ্চ থেকে ভাষণও দিয়েছিলেন তিনি। এ কারণে ট্রলিংয়ের শিকার হতে হয় শ্রীলেখাকে। এর কয়েকদিনের মধ্যেই শ্রীলেখাকে বয়কটের ডাক দেওয়া হয় এবং তার বাড়ির সামনে পোস্টার লাগানো হয়।

এনএটি